আজ
|| ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
কারা কর্তৃপক্ষের প্রতিবাদ কারাগারের ভিআইপি জোনে হামলার খবর বিভ্রান্তিমূলক
প্রকাশের তারিখঃ ১২ এপ্রিল, ২০২৫
প্রভাত রিপোর্ট: সম্প্রতি ইউটিউব চ্যানেলে প্রচারিত ‘কেরানীগঞ্জ কারাগারের ভিআইপি জোনে হামলা’ শীর্ষক বিভ্রান্তিমূলক ভিডিও কন্টেন্ট-এর প্রতিবাদ জানিয়েছে কারা অধিদপ্তর। শনিবার (১২ এপ্রিল) কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) মো. জান্নাত-উল ফরহাদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অতি সম্প্রতি জনৈক ‘তৌফিক মারুফ জার্নাল’ নামের ইউটিউব চ্যানেলে প্রচারিত ‘কেরানীগঞ্জ কারাগারের ভিআইপি জোনে হামলা’ শীর্ষক একটি বিভ্রান্তিমূলক ভিডিও কন্টেন্ট-এর প্রতি কারা সদর দপ্তরের দৃষ্টি আকর্ষিত হয়েছে এবং এরূপ ভিত্তিহীন তথ্য প্রচারের বিপক্ষে কড়া প্রতিবাদ জানাচ্ছে। কারা সদর দপ্তর সবাইকে দৃঢ়ভাবে জানাচ্ছে যে, এ ধরনের কোনো ঘটনা দেশের কোনো কারাগারে ঘটেনি এবং বাংলাদেশ জেল ভিআইপি বন্দিসহ সব বন্দির নিরাপত্তা নিশ্চিতে দৃঢ় প্রতিজ্ঞ। আপনাদের সবার অবগতির জন্য আরও জানানো যাচ্ছে যে, নানাবিধ সীমাবদ্ধতার পরও কারা কর্তৃপক্ষ বন্দিদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি ও সক্ষমতা কারা অধিদপ্তরের রয়েছে। এমতাবস্থায়, কারাগারের মতো সংবেদনশীল একটি প্রতিষ্ঠান সংক্রান্ত যে কোনো তথ্য প্রচারের পূর্বে এর সঠিকতা নিশ্চিত করার জন্য কারা অধিদপ্তর সবার প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে ভিত্তিহীন ও উসকানিমূলক তথ্য প্রচারের মাধ্যমে জনমনে বিশৃংখলা এবং উদ্যেগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.