আজ
|| ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি
গাজা পৃথিবীর দোযখে পরিণত হয়েছে
প্রকাশের তারিখঃ ১২ এপ্রিল, ২০২৫
প্রভাত ডেস্ক: আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা রেডক্রস জানিয়েছে, গাজার মানবিক পরিস্থিতি ‘পৃথিবীর দোযখে’ পরিণত হয়েছে। সংস্থাটি বলেছে, আগামী দুই সপ্তাহের মধ্যে তারা তাদের অস্থায়ী হাসপাতালগুলো বন্ধ করে দিতে বাধ্য হবে। কারণ এরপর তাদের রসদ ফুরিয়ে যাবে। রেডক্রসের প্রেসিডেন্ট মিরজানা স্পোলজারিক শুক্রবার (১১ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, “আমরা এখন নিজেদের এমন পরিস্থিতিতে দেখছি। যেটিকে আমাকে বলতে হবে পৃথিবীর দোযখ। মানুষ বিভিন্ন জায়গায় বিদ্যুৎ, পানি, খাবার পায় না। গত ২ মার্চ গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে দখলদার ইসরায়েল। ওই সময় দখলদারদের সঙ্গে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কায় পড়ে। ওইদিন থেকে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ইসরায়েল চুক্তি ভঙ্গ করে। এর কয়েকদিন পর ১৮ মার্চ রাতে গাজায় হঠাৎ তীব্র বিমান হামলা চালায় তারা। এতে এক রাতে চারশরও বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত হামাস ইসরায়েলের ৪২ দিনের যুদ্ধবিরতিতে গাজায় ২৫ হাজার ট্রাক প্রবেশ করেছে বলে দাবি করেছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। এই দখলদার দাবি করেন, এসব ত্রাণ দিয়ে গাজায় আবার নিজেদের পুনর্গঠিত করেছে হামাস।
রেডক্রস প্রেসিডন্ট বলেছেন, গত ছয় সপ্তাহে, কোনো কিছু গাজায় ঢোকেনি। তাই আগামী কয়েক সপ্তাহের মধ্যে হাসপাতাল চালু রাখতে আমাদের কাছে থাকা যে রসদ আছে সেগুলো ফুরিয়ে যাবে। সূত্র: রয়টার্স
Copyright © 2025 প্রভাত. All rights reserved.