আজ
|| ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
ডলি সায়ন্তনীর সহশিল্পী হলেন তারই তিন কন্যা
প্রকাশের তারিখঃ ১২ এপ্রিল, ২০২৫
প্রভাত বিনোদন : জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীর একটি গানে সহশিল্পী হলেন তারই তিন কন্যা কথা, রিমঝিম ও ফাইজা। মা ও মেয়ে মিলিয়ে চার শিল্পী গাইলেন ‘পারি না ভুলতে তোকে’ শিরোনামের গান। এসকে দ্বীপের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ। মা ও কন্যাদের মডেল করে গানটির ভিডিও নির্মাণ করেছেন আশিক মাহমুদ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে ডলির ইউটিউব চ্যানেলে গানচিত্রটি প্রকাশ হয়েছে। তিন কন্যাকে নিয়ে গাওয়া প্রসঙ্গে ডলি সায়ন্তনী বলেন, ‘সংগীত বলয়ের মাঝেই আমার তিন মেয়ের বেড়ে ওঠা। গানের চর্চাও ধরে রেখেছে ওরা। তারপরও কখনও ভাবিনি, আমার কোনও গানে ওদের সহশিল্পী হিসেবে পাবো। মূলত আমার স্বামী ফাইজান খান পরামর্শ দিয়েছিল মেয়েদের সঙ্গে গান গাওয়ার। বলেছিল, আমরা একসঙ্গে গাইলে দারুণ কিছু হবে। তার পরিকল্পনা মূলত একসঙ্গে গান গাওয়া শুরু। গানটি শ্রোতাদের ভালো লাগলে আমাদের এই প্রচেষ্টা সার্থক হয়ে উঠবে বলে মনে করি।’
এদিকে ‘পারি না ভুলতে তোকে’ প্রকাশের ১১ দিন আগে ৩০ মার্চ তিন কন্যাকে নিয়ে প্রকাশ হয় ডলির জনপ্রিয় একটি গানের রিমেক ভার্সন। নাম ‘কত রাত’।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.