• বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
শ্যামনগরের নবাগত ইউএনও এর সাথে সাংবাদিকদের মতবিনিময় কচুয়ায় ম্যানেজিং কমিটির নির্বাচনে কারচুপির অভিযোগে সংবাদ সম্মেলন মুক্তাগাছায় নলকূপ মেরামত এবং রক্ষণাবেক্ষণ বিষয়ক অরিয়েন্টেশন পিরোজপুরে একমাত্র নারী মনোনয়ন প্রত্যাশী এলিজা জামান অস্তিত্ব সংকটে কলারোয়ার টালি শিল্প পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: মানবপাচারকারী আটক, ফেনসিডিল ও মদ উদ্ধার মনোনয়ন প্রত্যাশীদের সভায় কাঁদলেন বিএনপি নেতা খান মনিরুল ইসলাম নাজিরপুরে নদী ভাঙনে হাজারো মানুষের জীবন অন্ধকার পিরোজপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নানান আয়োজনে পিরোজপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিদেশি ওমরাহযাত্রীদের বিদায়ের সময়সীমা বেঁধে দিল সৌদি

প্রভাত রিপোর্ট / ৭৮ বার
আপডেট : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

প্রভাত ডেস্ক: বর্তমানে সৌদিতে যত বিদেশি ওমরাহযাত্রী অবস্থান করছেন, তাদেরকে অবশ্যই আগামী ২৯ এপ্রিলের মধ্যে বিদায় নিতে হবে। যদি তারা এই সময়সীমার মধ্যে সৌদি আরব ত্যাগ করতে ব্যর্থ হন, তাহলে ৩০ এপ্রিল থেকে কঠোর অবস্থানে যাবে দেশটির প্রশাসন। বৃহস্পতিবার এক বিবৃতিতে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে এ তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, “যেসব বিদেশি যাত্রী বর্তমানে সৌদিতে আছেন, তাদেরকে অবশ্যই আগামী ২৯ এপ্রিলের মধ্যে বিদায় নিতে হবে। যারা এই সময়সীমার মধ্যে সৌদি আরব ত্যাগে ব্যর্থ হবেন, তাদেরকে কারাবাস, উচ্চ জরিমানাসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হবে। মূলত হজ মৌসুমের নির্বিঘ্ন প্রস্তুতির জন্য ওমরাহযাত্রীদের এই সতর্কবার্তা দিয়েছে সৌদি। এছাড়া নিরাপত্তা ইস্যুটিকেও সামনে আনা হয়েছে।
দেশটির জননিরাপত্তা দপ্তরের পরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আবদুল্লহা আল বাসামি বলেন, “নিরাপত্তা হলো রেড লাইন। আর কিছুদিন পরই বিভিন্ন দেশ থেকে আল্লাহর অতিথিরা হজ করতে সৌদিতে আসবেন। তাদের নিরাপত্তা ও মর্যাদা যেন কোনাভাবে ক্ষুন্ন না হয়, সেজন্য সরকার খুবই তৎপর।তিনি জানান, এবার হজযাত্রীদের ভিড় সামাল দেওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনীর পাশাপাশি অগ্রসর কৃত্রিম বুদ্ধিমত্তাও (অ্যাডভান্সড এআই) ব্যাপকভাবে ব্যবহার করা হবে।
সৌদির নিরাপত্তা বিশেষজ্ঞ আদেল জামজামিও এ তথ্য জানিয়ে বলেছেন, সরকারের প্রতিটি উদ্যোগ মানুষ, কিংবা আরও নির্দিষ্ট করে বললে হজযাত্রীদের কেন্দ্র করে। যদি কোনো ব্যক্তি নিয়ম লঙ্ঘণ করে, তাহলে পুরো নিরাপত্তা ব্যবস্থায় তার ক্ষতিকর প্রভাব পড়বে।
এদিকে বিদেশের যেসব নাগরিক বৈধ নথিপত্র ছাড়াই সৌদিতে বছরের পর বছর থাকছেন, তাদের আইনের আওতায় আনতে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে দেশটির বিভিন্ন অঞ্চলে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৭ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে মোট ১৮ হাজার ৪০০ নাগরিককে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ। গ্রেপ্তদের বিরুদ্ধে বৈধ নথি ছাড়া বসবাস এবং আবাসন ও অন্যান্য আইন ভঙ্গের অভিযোগ রয়েছে। সূত্র : গালফ নিউজ


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও