• মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
তাকসিম খানের অনুসারীরা ওয়াসার হাইব্রিড বিএনপি : সিবিএ সভাপতি সোহাগ হত্যার বিচারসহ নিরাপত্তা নিশ্চিতের দাবি ব্যবসায়ীদের মিটফোর্ডে হত্যাকাণ্ড : আসামিপক্ষে লড়বেন না বিএনপিপন্থি আইনজীবীরা প্রতিবাদ না করলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলতে থাকবে : আলাল হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্র রুখে দেয়া হবে : ফারুক শিশু হাসপাতালের ‘নিয়োগ কেলেঙ্কারি’ তদন্ত করছে স্বাস্থ্য মন্ত্রণালয় বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম তেল মারার সংস্কৃতির পরিবর্তন না হলে সংস্কার কাজে আসবে না : খসরু সংস্কারের নামে দেশে সার্কাস চলছে: জি এম কাদের নির্বাচন বানচাল করতে পরিকল্পিতভাবে মিটফোর্ডে হত্যাকাণ্ড : দুদু

রিয়ালের চেয়ে আরও এগিয়ে গেল বার্সেলোনা

প্রভাত রিপোর্ট / ৩৩ বার
আপডেট : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

প্রভাত স্পোর্টস : লেগানেসের বিপক্ষে গত ডিসেম্বরে ঘরের মাঠে ১-০ গোলে হেরেছিল বার্সেলোনা। এবার ঠিক একই ব্যবধানে হ্যান্সি ফ্লিকের দল কষ্টসাধ্য জয় পেয়েছে। অবশ্য তাতেও ছিল ভাগ্যের ছোঁয়া। প্রতিপক্ষের আত্মঘাতী গোলে জিতে শীর্ষস্থান আরও মজবুত করল বার্সা। একইসঙ্গে লা লিগায় দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে তারা ৭ পয়েন্টে এগিয়ে গেল। গতকাল (শনিবার) রাতে প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে আধিপত্য দেখালেও ঠিক গোলটা পাওয়া হচ্ছিল না রাফিনিয়া-লেভান্ডস্কিদের। ফিনিশিং ব্যর্থতায় তাদের ফিরতে হচ্ছিল হতাশা নিয়ে। দ্বিতীয়ার্ধের শুরুতেই তাদের সেই অস্বস্তি কাটিয়ে দেন লেগানেস ডিফেন্ডার জর্জ সায়েঞ্জ। তার আত্মঘাতী গোলেই সব প্রতিযোগিতা মিলিয়ে কাতালানরা টানা ২৪ ম্যাচে অপরাজেয় থাকার যাত্রা অব্যাহত রাখল।
শুরু থেকেই স্বাগতিক লেগানেসের ওপর চাপ প্রয়োগ করতে থাকে বার্সেলোনা। যদি প্রতিপক্ষ দলটাই প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় দ্বাদশ মিনিটে। তবে তাদের নেওয়া শট ঠেকিয়ে দেন বার্সা গোলরক্ষক ভয়চেক সিজনি। এর মিনিট দশেক পর লামিনে ইয়ামাল ও জুল কুন্দের যৌথ প্রযোজনায় লিড নেওয়ার কাছাকাছি ছিল সফরকারীরা। তবে কুন্দের শট লেগানেস ডিফেন্ডারের পায়ে লেগে জালের কোণা নিয়ে জড়িয়ে যাওয়ার আগমুহূর্তে গোলরক্ষক সামলে নেন। এরপর ইয়ামাল-রাফিনিয়াদের একাধিক প্রচেষ্টা ব্যর্থ হয় প্রতিপক্ষের দুর্গে গিয়ে। দ্বিতীয়ার্ধের পর তৃতীয় মিনিটেই ম্যাচের ডেডলক ভাঙে লেগানেস ডিফেন্ডারের ভুলে। রাফিনিয়ার পাস বক্সে স্লাইড করে ক্লিয়ার করতে গিয়ে জর্জ সায়েঞ্জ নিজেদের জালে বল জড়িয়ে বসেন। সেই লিড বাড়ানোর সুযোগটা ১০ মিনিট পরই পেয়েছিল বার্সা। তবে কয়েকজনের বাধা পেরিয়ে সামনে গিয়ে নেওয়া ফার্মিন লোপেজের শট লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। এভাবে কয়েকটি সুযোগ মিসের ফাঁকেই লেগানেস একটি গোল করেছিল। তবে ৭০ মিনিটে করা রাবার গোলটি বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। এরপর আর কেউই স্কোরশিটে নাম তুলতে পারেনি। এই জয়ে ৩১ ম্যাচে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট দাঁড়ালো ৭০–এ। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৬৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল। তাদের সমান ম্যাচে ৬০ পয়েন্ট অ্যাতলেটিকো মাদ্রিদের। অন্যদিকে, লেগানেস আছে টেবিলের ১৯ নম্বরে, নিচে আছে কেবল রিয়াল ভায়াদোলিদ।
জয় নিয়ে মাঠ ছাড়লেও অবশ্য একটু অস্বস্তি রয়েছে বার্সেলোনার। কারণ প্রথমার্ধে চোট পেয়ে তরুণ ডিফেন্ডার আলেহান্দ্রো বাল্দে মাঠ ছাড়েন। যদিও তার চোটের আপডেট এখনও জানা যায়নি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও