আজ
|| ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কালিয়াকৈরে পুকুর থেকে গাড়ি উদ্ধার
প্রকাশের তারিখঃ ১৩ এপ্রিল, ২০২৫
জুয়েল রানা, কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা-বলিয়াদী আঞ্চলিক সড়কে একটি পুকুরে মাইক্রোবাস ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। রোববার (১৩ এপ্রিল) উপজেলার বলিয়াদী এলাকার একটি পুকুর থেকে গাড়িটি উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চন্দ্রা-বলিয়াদী আঞ্চলিক সড়কের সন্ধ্যা হলেই চুরি-ছিনতাই, ডাকাতির ঘটনা ঘটে। এ ভয়ে অনেকেই ওই সড়কে চলাচল বন্ধ করে দিয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার রাতের কোনো এক সময় ওই সড়কে গাছ ফেলে দুটি অটোরিকশা ছিনতাই হয়। রোববার সকালে উপজেলার নাওলা এলাকায় একটি পুকুরে মাইক্রোবাস ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় পুকুর থেকে গাড়িটা উদ্ধার করে। তবে গাড়ির চালক বা মালিকের খোঁজ পাওয়া যায়নি।কালিয়াকৈর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.