• বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন

চৈত্র সংক্রান্তি উপলক্ষে নেত্রকোনায় দুই দিনব্যাপী খনার মেলা

প্রভাত রিপোর্ট / ৬ বার
আপডেট : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

প্রভাত সংবাদদাতা, নেত্রকোনা : চৈত্র সংক্রান্তি উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়ায় দুই দিনব্যাপী খনার মেলার আয়োজন করা হয়েছে। গ্রামীণ সংস্কৃতি ও কৃষিতে খনার বচনের তাৎপর্য তুলে ধরতে রবিবার (১৩ এপ্রিল) উপজেলার আঙ্গারোয়া গ্রামে সূর্যোদয়ের সময় মেলার উদ্বোধন করা হয়। মঙ্গলঘর পরিসর আয়োজিত এ মেলায় গানে গানে খনার বচন তুলে ধরা হয়। সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে অনুষ্ঠান শেষ হওয়ার কথা রয়েছে। আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চৈত্র সংক্রান্তির সূর্যোদয় থেকে পহেলা বৈশাখ সূর্য উদয় পর্যন্ত অনুষ্ঠানের মধ্যে থাকছে গ্রামীণ সংস্কৃতির পালাগান, কবিতা, বাউল গান, কিচ্ছাপালা, গাইন গীতসহ লুকায়িত সংগীতের বিভিন্ন ধারা, শ্লোক, খনার কৃষি, স্বাস্থ্য, পরিবেশ, জীবন আর জ্যোতির্বিদ্যা নিয়ে বিশেষ আলোচনা। এছাড়া মেলা প্রাঙ্গণে থাকছে কৃষির নানা উপকরণের প্রদর্শনী ও কৃষকদের মধ্যে দেশীয় বীজের বিনিময় অনুষ্ঠান। পরিবেশের কথা বিবেচনা করে মেলা প্রাঙ্গণে প্লাস্টিক সামগ্রী নিষিদ্ধ করেছেন আয়োজকরা। মেলায় গান পরিবেশন করেন প্রখ্যাত বাউলশিল্পী সুনীল কর্মকার, প্রবীণ কৃষক বাউল মিয়া হোসেন, শেফালি গায়েন ও শিল্পী কফিল আহমেদ।
এছাড়া কৃষ্ণকলি ও তার দল, সংগঠন সমগীত, ব্যান্ড সহজিয়া, চিৎকার, মুসা কলিম মুকুল, ফকির সাহেব, কুয়াশা মূর্খ, নূপুর সুলতানা, মঙ্গলঘরের শিল্পী কৃষক দুদু কাঞ্চন, দুলাল চিশতিসহ অনেকে গান পরিবেশন করেন।
খনার উপর বিশেষ আলোচনা পর্বে ‘জল ভালা ভাসা, মানুষ ভালা চাষা’ এই প্রতিপাদ্য নিয়ে কথা বলবেন লেখক ও গবেষক পাভেল পার্থ, প্রাকৃতিক কৃষি আন্দোলনের সংগঠক দেলোয়ার জাহান, কবি আহমেদ নকিব, লেখক ও সংস্কৃতি সংগঠক বাকি বিল্লাহ, শিল্পী ও সংস্কৃতি সংগঠক বীথি ঘোষ, কবি আসমা বীথি, সংস্কৃতি সংগঠক আবুল কালাম আল আজাদ, লোকসাহিত্য গবেষক রাখাল বিশ্বাস, মঙ্গলঘর পরিসরের প্রধান সংগঠক বদরুন নূর চৌধুরী, শিল্পী কফিল আহমেদ প্রমুখ। স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও মিডিয়া কম্যুনিকেশন প্রতিষ্ঠান কুল এক্সপোজার এই অনুষ্ঠানের আয়োজন করেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও