আজ
|| ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
‘পাওয়ার চেয়ে বেশি হারালাম’, পিএসএল থেকে ফিরে লিটন
প্রকাশের তারিখঃ ১৩ এপ্রিল, ২০২৫
প্রভাত স্পোর্টস: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথমবার খেলতে গিয়ে একরাশ হতাশা নিয়ে ফিরেছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। শুরুর আগেই চোটের কারণে তার এবারের পিএসএল অধ্যায় শেষ হয়ে গেছে। আঙুলে চিড় ধরা পড়ায় অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে এই টাইগার ব্যাটারকে। স্বাভাবিকভাবেই পিএসএল থেকে ফিরে লিটন বেশ হতাশ। ইতিমধ্যে বাংলাদেশি এই উইকেটরক্ষক ব্যাটারের পরিবর্তে নতুন করে অস্ট্রেলিয়ার বেন ম্যাকডারমটকে দলে নিয়েছে করাচি কিংস। অন্যদিকে, চোট নিশ্চিত হওয়ার পরই পাকিস্তান থেকে রওয়া করেন লিটন। পরে গত শনিবার রাতেই পা রাখেন ঢাকায়। দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের হতাশা লুকাননি। করাচি কিংসের সহানুভূতিশীল আচরণের প্রশংসা করে লিটন বলেছেন, ‘তারা যথেষ্ট হেল্পফুল। মন-মানসিকতার দিক থেকে তারা খুব ভালো। তারা সম্পূর্ণ কল আমার ওপর ছেড়ে দিয়েছিল যে আমি কী করব। তারা জানত যে সময় লাগবে। কিন্তু কতটুকু ব্যাথা হছে সেটা বোঝার জন্য আমাকে সময় দিয়েছিল। একটা ইনজুরি হলে ২-৩ সপ্তাহ লেগে যায়, এরপর অনুশীলন ছাড়া ওরকম একটা টুর্নামেন্ট খেলা খুব কষ্ট।’
এরপরই হতাশা ঝরে এই টাইগার তারকার কণ্ঠে, ‘আমি মনে করেছি, যেহেতু সামনে জাতীয় দলের খেলা আছে, রিকভারি হওয়া দরকার, এজন্য চলে এসেছি। এবারের পিএসএল থেকে কিছুই নিয়ে আসতে পারিনি, যা হয়েছে লসই হয়েছে। আমার মনে হয় আমি পাওয়ার চেয়ে বেশি হারালাম।’
প্রসঙ্গত, গত ১১ এপ্রিল পর্দা উঠেছে পিএসএলের দশম আসরের। লিটনের দল করাচি কিংসের প্রথম ম্যাচ ছিল গতকাল। যেখানে তারা বড় লক্ষ্য তাড়া করে মুলতান সুলতান্সকে হারিয়েছে। আগে ব্যাট করতে নেমে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের সেঞ্চুরিতে ২৩৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় মুলতান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে করাচি ৪ বল এবং ৪ উইকেট হাতে রেখেই জিতেছে। তাদের হয়ে সেঞ্চুরি করেন জেমস ভিন্স।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.