আজ
|| ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
১৩তম দিনে ১০৮ কোটি রুপি আয় করলো সালমানের সিকান্দার
প্রকাশের তারিখঃ ১৩ এপ্রিল, ২০২৫
প্রভাত বিনোদন : বক্স অফিসে ১৩তম দিন কাটিয়ে দিল সালমান খানের ঈদের ছবি ‘সিকান্দার’। যদিও শুরু থেকেই বক্স অফিসে তেমন ঝোড়ো পারফর্ম করতে পারেনি এই ছবি। তবে গতি ধীর হলেও এগিয়ে যাচ্ছিল ‘সিকান্দার’। এরই মধ্যে সালমানের ‘সিকান্দার’র সঙ্গে লড়াই করতে ‘জাঠ’ নিয়ে হাজির হয়েছেন সানি দেওল। গত ১০ এপ্রিল মুক্তি পেয়েছে ছবিটি। তাই তো শেষ দুইদিনে ‘সিকান্দার’ খানিকটা চেপেই গেছে। ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, ‘জাঠ’ এর লড়াই শুরুনা হতেই ভাইজান সালমানের ছবিটি বেশ পিছিয়ে পড়েছে। ঘরোয়া বক্স অফিসে ১৫০ কোটির ঘর টপকাতেও বেশ বেগ পেতে হচ্ছে ‘সিকান্দার’কে। স্যাকনিল্ক এর তথ্য অনুযায়ী, ‘জাঠ’ ছবি মুক্তির পর ১২তম দিনে ‘সিকান্দার’ মাত্র ৭৫ লক্ষ আয় করে। এরপর প্রাথমিক অনুমান অনুযায়ী, ১৩তম দিনে সিকান্দার-এর আয় আরও কমে মাত্র ৩ লক্ষতে নেমে এসেছে। এর ফলে ছবিটির ঘরোয়া বক্স অফিস আয় দাঁড়িয়েছে ১০৮ কোটি রুপি। এছাড়াও সিকান্দার বিশ্বব্যাপী ২৫০ কোটি আয় করে ফেলেছে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.