• শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম

কোহলি-গেইলদের বিশ্বরেকর্ড ভাঙলেন অচেনা ফারহান

প্রভাত রিপোর্ট / ৬ বার
আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

প্রভাত স্পোর্টস: ক্রিকেটের খুব নিয়মিত দর্শক না হলে সাহিবজাদা ফারহান নামের সঙ্গে পরিচিত থাকার কথা নয়। পাকিস্তানের হয়ে খেলেছেন কেবল টি-টোয়েন্টি ফরম্যাটে। সেটাও ক্যারিয়ারের ৬ বছরে মোট ৯টি। নিজ দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজ লিগেও ডাক পড়েনি। এমনকি বিপিএলেও কখনো দেখা যায়নি তাকে। দেশের হয়ে ৯ ম্যাচের ক্যারিয়ারে ডাবল ফিগারে যেতে পেরেছেন কেবল ২ বার।
কিছুটা অখ্যাত আর অচেনা হয়েই বলতে গেলে ক্যারিয়ারের অনেকটা সময় পার করে ফেলেছেন সাহিবজাদা ফারহান। এমনকি গতকাল রাতে টি-টোয়েন্টির নতুন বিশ্বরেকর্ড গড়লেও তার নামটা রয়ে গেছে আড়ালেই। আইপিএলের ডামাডোলের মাঝে অনেকের কাছেই অজানা রয়ে গেছে টি-টোয়েন্টির ইতিহাস বদলে দেয়া সেঞ্চুরি। গতকাল পিএসএলের ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে ৫২ বলে ১০৬ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন ইসলামাবাদ ইউনাইটেডের সাহিবজাদা ফারহান। পেশোয়ারের বিপক্ষে ইসলামাবাদের জয়ের ভিত গড়ে দিয়েছে তার ওই একটা ইনিংসই। তবে তারচে বড় কথা, এই সেঞ্চুরি দিয়েই সবচেয়ে কম ইনিংসে টি-টোয়েন্টিতে এক বছরে সবচেয়ে বেশি সেঞ্চুরির কীর্তি স্পর্শ করে ফেলেছেন সাহিবজাদা ফারহান। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি ৪ সেঞ্চুরির রেকর্ড রয়েছে। সেই রেকর্ডে নাম আছে মোট ৫ জনের। আর তাদের মধ্যে ফারহানই সবচেয়ে কম (৯ ইনিংস) সময়ে স্পর্শ করেছেন এই মাইলফলক।
এক ক্যালেন্ডার বছরে ৪ সেঞ্চুরি করা প্রথম পাকিস্তানি সাহিবজাদা ফারহান। চলতি বছরে দেশটির ন্যাশনাল টি-২০ কাপে পেয়েছেন ৩ সেঞ্চুরি। পেশোয়ার অঞ্চলের হয়ে খেলার সময় লাহোরের বিপক্ষে ১১৪ রানের ইনিংস দিয়ে রেকর্ডের পথে যাত্রা শুরু করেন ফারহান। এরপর কোয়েটার বিপক্ষে করেছেন ১৬২ রান। অ্যাবোটাবাদের বিপক্ষে খেলেছেন ১৪৮ রানের ইনিংস। আর এই তিন ইনিংস ফারহান খেলেছেন মোটে ৯ দিনের মাঝে। পিএসএলে প্রথম ম্যাচে উইলো হাতে কিছু করে দেখাতে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচেই খেলে ফেলেন ১০৬ রানের ইনিংস। তাতেই বিশ্বরেকর্ডেও তুলেছেন নিজের নামটা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও