• শুক্রবার, ০৯ মে ২০২৫, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
নকশা না মানা ভবনের বিদ্যুৎ-পানির সংযোগ বিচ্ছিন্ন করবে রাজউক নতুন রাজনৈতিক দলের আবেদন যাচাই-বাছাইয়ে কমিটি গঠন ইসির ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের ‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’ পারফরম্যান্স সিরিজ ১৪ ৫জি উন্মোচন করতে যাচ্ছে রিয়েলমি স্বরাষ্ট্র উপদেষ্টা ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে আন্দোলন : রাশেদ খাঁন চলতি মাসে ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশে ২৩টি মিটিং করেছে: হাসনাত পাকিস্তানে ভারতের হামলা, সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা ভীতির কোনও কারণ নাই, আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ: স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেদের ‘বিশ্বব্যবস্থার রক্ষক’ হিসেবে উপস্থাপন করলেন পুতিন-শি

ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা ব্যাহত

প্রভাত রিপোর্ট / ২০ বার
আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

প্রভাত সংবাদদাতা,ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ বিভিন্ন পদে জনবল সংকট চরম আকার ধারণ করেছে। ফলে চিকিৎসাসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে চিকিৎসা নিতে আসা রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায় , স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও বাড়েনি প্রয়োজনীয় জনবল। বিশেষ করে কার্ডিওলজি, গাইনি, সার্জারি, শিশু, চক্ষু, মেডিসিন, ইএনটি, অ্যানেসথেশিয়া, অর্থোপেডিক, চর্মরোগ ও এলডিডি বিভাগে ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ২ জন। ১৩ জন মেডিকেল অফিসারের পদে মাত্র ৩ জন কর্মরত আছেন। এছাড়া টেকনোলজিস্ট, থার্ড ও ফোর্থ ক্লাস কর্মচারী, আয়া, অ্যাম্বুলেন্স চালক ও বিভিন্ন পদে রয়েছে বড় সংখ্যক শূন্যতা। মোট ১৭০টি অনুমোদিত পদের মধ্যে ৬৮টি পদই শূন্য।
এছাড়া ২০২৪ সালের ডিসেম্বর থেকে অ্যানেসথেশিয়া চিকিৎসকের পদটি শূন্য থাকায় কোনো ধরনের অপারেশন করা সম্ভব হচ্ছে না। অথচ আগে মাসে ১০ থেকে ১৫টি অপারেশন করা হতো।
এদিকে অ্যাম্বুলেন্স চালক না থাকায় গুরুত্বপূর্ণ অ্যাম্বুলেন্সটিও পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। পুষ্টিবিদ, থেরাপিস্ট ও ইসিজি অপারেটরের পদও শূন্য থাকায় বিকল্প উপায়ে কাজ চালানো হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান বলেন, কম জনবল নিয়ে চিকিৎসাসেবা চালানো খুব কঠিন হয়ে পড়েছে। অপারেশন থিয়েটার প্রস্তুত থাকলেও অ্যানেসথেশিয়া চিকিৎসক না থাকায় কোনো অপারেশন সম্ভব হচ্ছে না। তিনি আরও জানান, ফুলবাড়ী ছাড়াও পার্শ্ববর্তী বিরামপুর, নবাবগঞ্জ, পার্বতীপুর ও চিরিরবন্দর উপজেলার অনেক মানুষ এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসেন। প্রতি মাসে এখানে ১৫ হাজার রোগী চিকিৎসা নেন। বাড়তি চার উপজেলার আংশিক এলাকার জনসাধারণকে চিকিৎসাসেবা দেওয়া হলেও তাদের জন্য বাড়তি ওষুধ কিংবা অন্যান্য সরঞ্জামাদি আসে না।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও