আজ
|| ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
মোরেলগঞ্জে পৌর বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতারণ
প্রকাশের তারিখঃ ১৫ এপ্রিল, ২০২৫
প্রভাত সংবাদদাতা, মোরেলগঞ্জ : আসন্ন মোরেলগঞ্জ পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল নির্বাচন ঘিরে সভাপতি পদপ্রার্থী অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ তার প্রার্থিতাকে কেন্দ্র করে জমজমাট গণসংযোগ কার্যক্রম পরিচালনা করছেন। সোমবার (১৪ এপ্রিল) বিকেলে ফেরিঘাট এলাকা থেকে শুরু করে ছোলমবাড়িয়া ও সানকিভাঙ্গা অতিক্রম করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি।
এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা” সাধারণ মানুষের মধ্যে প্রচার করা। জনসম্পৃক্ত এই কার্যক্রম শুধু প্রচারণার মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির এক বলিষ্ঠ উদ্যোগ হিসেবেই এটি বিবেচিত হচ্ছে।
অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদের নেতৃত্বাধীন এ কর্মসূচিতে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় তাতীদল নেতা ড. কাজী মনিরুজ্জামান মনির, অধ্যাপক আব্দুল আউয়াল, রুহুল আমীন ফকির, গিয়াসউদ্দিন তালুকদার এবং যুবদলের সদস্য সচিব বিএম রেজাউল করিম সোহাগ, পৌর যুবদল আহবায়ক মিজানুর রহমান পলাশ, সদস্য শহিদুল ইসলাম মিঠু, সহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। তারা এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে দলের কর্মসূচির তাৎপর্য ও প্রাসঙ্গিকতা তুলে ধরেন।
অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ বলেন, এই গণসংযোগ শুধুমাত্র একটি প্রচার-প্রচারণা নয়; এটি জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার এক কার্যকর পদক্ষেপ। আমি বিশ্বাস করি, জনগণের ভালোবাসা ও সমর্থনই বিএনপিকে বিজয়ের পথে এগিয়ে নেবে।
স্থানীয় বাসিন্দা ও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অধ্যক্ষ আজাদের প্রতি জনগণের আস্থা ও সমর্থনের প্রমাণ বহন করে। অনেকেই আশাবাদ ব্যক্ত করেছেন যে, তার নেতৃত্বেই আসন্ন কাউন্সিলে মোরেলগঞ্জ পৌর বিএনপি পাবে একটি সুসংগঠিত, গতিশীল ও গণমুখী কমিটি।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.