আজ
|| ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৮ই মহর্রম, ১৪৪৭ হিজরি
মোরেলগঞ্জে বর্ণিল আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা
প্রকাশের তারিখঃ ১৫ এপ্রিল, ২০২৫
এইচএম শহিদুল ইসলাম, মোরেলগঞ্জ: বর্ণিল আয়োজনে উপজেলার সবুজ চত্বর থেকে শুরু হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় শোভাযাত্রার সূচনা হয়। এতে অংশ নিয়েছেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। সকালে সরেজমিনে দেখা যায়,উপজেলা সবুজ চত্বর ছিল উৎসবের রঙে রাঙানো। ভোরের আলো ফুটতেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জমতে শুরু করে।
শোভাযাত্রায় অংশ নিয়েছেন মোরেলগঞ্জ এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়, সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, মোরেলগঞ্জ মডেল একাডেমি, জে কে একাডেমী, লাইসিয়াম একাডেমি, বারইখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোরেলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোরেলগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আব্দুল আজিজ মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়, রওশনারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়,লতিফিয়া ফাজিল মাদ্রাসাসহ উপজেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাবিবুল্লাহ এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিকবৃন্দ এই শোভাযাত্রায় অংশ নেন।
শোভাযাত্রায় মুখোশ, পাপেট, বাঁশের তৈরি বাঘ, পাখি, মাছসহ নানা বিশালাকৃতির শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে গ্রামীণ জীবন ও প্রকৃতিনির্ভর মানুষের সংগ্রামের রূপ। এই বর্ণিল শোভাযাত্রায় হলুদ, লাল, সবুজ ও কমলা রঙের পোশাকে সেজেছেন সবাই। নারীদের মাথায় ফুলের মালা, হাতে রঙিন চুড়ি এবং শিশুদের মুখে উচ্ছ্বাস-সব মিলিয়ে ছিল প্রাণবন্ত পরিবেশ। ছোট ছোট মুখোশ পরে এবং হাতে পতাকা নিয়ে আনন্দ মিছিলে অংশ নেয় তারা।
আনন্দ মিছিল শেষে উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলামের পরিচালনায় প্রাণবন্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্ধ বক্তৃতা, আবৃত্তি, একক অভিনয়, দলীয় নৃত্য , এককনৃত্যসহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অপরদিকে উপজেলা নির্বাহী অফিসার এর নির্দেশ মোতাবেক উপজেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আলাদা আলাদা ভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বর্ষবরণ উদযাপন করা হয়। সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ চত্বরে বাঙালির ঐতিহ্য কে ধরে রাখার জন্য কলেজ চত্বরে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয় পহেলা বৈশাখ পালন করেন। সকাল ১০ টায় মোরেলগঞ্জ পুরাতন কৃষি ব্যাংক রোডস্থ উদিচী কার্যালয় থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এক দর্শনার্থী বলেন, প্রতি বছর এই শোভাযাত্রার জন্য অপেক্ষা করি। এটি আমাদের সংস্কৃতির প্রতি ভালোবাসা ও ঐক্যের প্রতীক। শারমিন আকতার নামের এক শিক্ষার্থী বলেন, এত মানুষ একসঙ্গে হওয়ার আনন্দই সবচেয়ে বড়। ঐতিহ্যকে এভাবে উদযাপন করার অনুভূতি অন্যরকম।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.