• বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম
মুরাদনগরে এক পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা: অভিযোগ তারা মাদক কারবারি শিবচরে সপ্তাহব্যাপী জাতীয় ফল ও ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন ছাত্র-জনতার ধাওয়ায় ডোবায় ঝাঁপ দিলেন কেশবপুর পৌরসভার সাবেক মেয়র বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২ ৫৬ বন্দির সাজা মওকুফ: কোন কারাগার থেকে মুক্তি পাচ্ছেন কতজন সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন: আমীর খসরু বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে জাতীয় ঐকমত্য গঠনের চেষ্টা করে যাচ্ছে : সালাহউদ্দিন আহমদ তত্ত্বাবধায়ক পুনর্বহাল ও সীমানা পুনর্নির্ধারণে সব দল একমত : আলী রীয়াজ নিজের গাছের পাকা কাঁঠাল পেড়ে এনসিপি নেতাদের আপ্যায়ন করলেন কৃষক ইসির ‘ব্যালট’ প্রকল্পে ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার দেবে জাপান

গোয়ালঘর থেকে জব্দ খাদ্যবান্ধব কর্মসূচির ৯১ বস্তা চাল

প্রভাত রিপোর্ট / ৪৩ বার
আপডেট : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

প্রভাত সংবাদদাতা, ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ৯১ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আরাফাত সরকার নামে (২১) একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কামারগাঁও ইউনিয়নের কালিখাঁ গ্রামের গোয়ালঘর থেকে চালগুলো জব্দ করা হয়।
আটক আরাফাত সরকার একই ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মো. আশরাফুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন তারকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দিন।
তিনি বলেন, তিনদিন ধরে খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) চাল বিতরণ করছিলেন ডিলার মিজানুর রহমান। লোকজনের কাছ থেকে কম টাকায় চালগুলো কিনে পাশের গোয়ালঘরে মজুত করে রেখেছিলেন আরাফাত সরকার। স্থানীয় লোকজন বিষয়টি থানায় জানালে অভিযান চালিয়ে গোয়ালঘর থেকে ৩০ কেজি ওজনের ৯১ বস্তা চাল জব্দ করা হয়। পরে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সেনাবাহিনী ঘটনাস্থলে আসে। এসময় আরাফাত সরকারকে আটক করা হয়।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান বলেন, চালগুলো থানায় রাখা হয়েছে। আটক আরাফাত সরকারের বিরুদ্ধে মামলা দিয়ে বুধবার আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও