আজ
|| ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
ডন থ্রি’তে রণবীরের সঙ্গে জুটি বাঁধছেন নায়িকা শর্বরী
প্রকাশের তারিখঃ ১৬ এপ্রিল, ২০২৫
প্রভাত বিনোদন: ডন ফ্র্যাঞ্চাইজির আগামী ছবি ‘ডন থ্রি’ নিয়ে ইতিমধ্যেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। ছবিতে নায়কের ভূমিকায় রণবীর সিংয়ের নাম ঘোষণা হওয়ার পর থেকেই আলোচনায় উঠে এসেছে ‘ডন থ্রি’। ছবির নায়িকার নাম নিয়ে জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। অনেকের নামও শোনা যাচ্ছিল। এদিকে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অভিনেত্রী শর্বরী ওয়াঘকে দেখা যাবে ‘ডন থ্রি’তে। শর্বরীর কাছে ‘ডন থ্রি’র প্রস্তাব পাঠায় প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেনমেন্ট। ছবির প্রস্তাব গ্রহণ করেছেন অভিনেত্রী।
প্রতিবেদনে আরও বলা হয়, প্রযোজনা সংস্থার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ‘মুনিয়া’ ও ‘আলফার’ পর এবার ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জুড়ল শর্বরীর নাম। গতবছর থেকে সময়টা এককথায় দারুণ যাচ্ছে শর্বরীর। শুধু ‘মুনিয়া’র বক্স অফিস সাফল্যই নয়, ছবিতে ‘তরস’ গানে শর্বরীর হট সিজলিং অবতার দর্শকদের মনে ঝড় তুলেছিল। ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘মহারাজ’ কিংবা সাম্প্রতিক ছবি ‘বেদা’য় শর্বরীর অভিনয় প্রশংসিত হয়েছে। এই তিন ছবি বলিপাড়ায় পরিচিতি দিয়েছে শর্বরীকে। ২০২৫-এ মুক্তি পাবে তার আরও একটি নতুন ছবি ‘আলফা’। অ্যাকশন ঘরানার এই ছবিতে তিনি আলিয়া ভাট ও ববি দেওলের মতো তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। এবার আরও বড় চমক নিয়ে পর্দায় আসতে চলেছেন অভিনেত্রী। ‘ডন ৩’ ছবিতে তার অভিনয় করার কথা প্রকাশ্যে আসতেই অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়েছেন অভিনেত্রীকে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.