আজ
|| ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
পীরগঞ্জ বৈরচুনায় ভারতে অনুপ্রবেশের সময় বিজিবি’র হাতে আটক-৬
প্রকাশের তারিখঃ ১৬ এপ্রিল, ২০২৫
মো. রেজাউল করিম, ঠাকুরগাঁও: স্থানীয় জনসাধারণের জানমাল নিরাপত্তা নিশ্চিতসহ সীমান্ত রক্ষা, চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচার প্রতিরোধ এবং আন্তঃ সীমান্ত অপরাধ দমনে টহল দেওয়ার সময় ৬ বাংলাদেশী আটক হয়েছে বলে জানা যায়। বুধবার (১৬ এপ্রিল) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ বৈরচুনা ইউনিয়ন চান্দের হাট সীমান্তে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ দায়িত্বপূর্ণ এলাকার পিলার নং ৩৩৪/১-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হাবিলদার আব্দুল আলীম এর নেতৃত্বে বিজিবি'র টহলদল এর প্রচেষ্টায় অবৈধভাবে ভারতে পারাপারের সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, হরিপুর উপজেলার আব্দুল হামিদের ছেলে, রয়েল মিয়া (১৮), রাণীশংকৈল, কলনীর বাবুল হোসেনের ছেলে আরিফ হোসেন (২০), হরিপুর সুন্দর মোড় এলাকার আব্দুল খালেকের ছেলে আব্দুস সোবহান (১৯), জামাল উদ্দীনের ছেলে নাজির উদ্দীন, হরিপুর পশ্চিম বনগাঁওয়ের নুর ইসলামের ছেলে আসলাম (২৮),
পীরগঞ্জের বৈরচুনা ইন্দ্রইল কবিরাজ পাড়ার সৈয়দ আলীর ছেলে আব্দুল কুদ্দুস (৩৫)।
পরে আটককৃতদের পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.