• শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
তারেক রহমানের প্রত্যাবর্তন, সাতটি ট্রেন ভাড়া নিচ্ছে বিএনপি সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত স্বাভাবিক পরিস্থিতি বজায় রেখেই জননিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসেম্বরে ১৭ দিনেই রেমিট্যান্স ছাড়াল দুই বিলিয়ন ডলার সংসারে ভাঙন আর হুমকি-সাইবার বুলিংয়ে বিষণ্নতায় ভুগছিলেন জান্নাতারা রুমী জুলাই বিপ্লব সংবিধানকে উল্টে দেয়ার প্রস্তাব দেয়নি: প্রধান বিচারপতি দেশপ্রেম প্রশংসনীয়, তবে তা যেন কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন না করে: বাবর জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত ঢাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ, গায়েবানা জানাজা শুক্রবার তারেক রহমানের ফিরে আসা স্মরণীয় করে রাখার উদ্যোগ

বিচ্ছেদের পরে সামনে এলেন নতুন জনি

প্রভাত রিপোর্ট / ১৯৫ বার
আপডেট : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

প্রভাত বিনোদন: হলিউড অভিনয়শিল্পী জনি ডেপ ও অ্যাম্বার হার্ডের বিবাহবিচ্ছেদ নিয়ে কম জল ঘোলা হয়নি। ২০২০–২১ সালের একটা বড় সময়জুড়েই তাঁরা একে অন্যের বিরুদ্ধে আদালতে লড়াই করেছেন। পরবর্তী সময়ে বিচ্ছেদ নিষ্পত্তির জন্য জনি ডেপকে গুনতে হয়েছিল ৭০ লাখ ডলার। শুধু তা–ই নয়, দুজনই একে অন্যের বিরুদ্ধে আনেন পারিবারিক নির্যাতনের অভিযোগ। এ নিয়ে গণমাধ্যমে একের পর এক আলোচনায় এলেও আসর থেকে নিজেকে সরিয়ে নেন জনি ডেপ। দীর্ঘ বিরতির পরে এই অভিনেতা এবার ফিরছেন নতুন সিনেমায়, নতুন রূপে।
জনি ডেপের ফেরা নিয়ে ভ্যারাইটি লিখেছে, ডে ড্রিংকার সিনেমায় তাঁকে দেখা যাবে। প্রযোজনা প্রতিষ্ঠান লায়নগেট সম্প্রতি সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করেছে। সেই লুকে দেখা যায়, কোট গায়ে একদমই নতুন লুকে এই অভিনেতা। মাথার চুল ও দাড়ি–গোঁফ সাদা। একটি ডেস্কের ওপর বাঁ হাত রাখা। ডান হাতে গ্লাস। জানা যায়, রহস্যজনক এক চরিত্রে জনি ডেপকে দেখা যাবে, প্রেমিকাকে হারিয়ে যে নতুন করে জীবন শুরু করে। সেই সময় অপ্রত্যাশিত এক ঘটনায় সে অপরাধে জড়িয়ে পড়ে। থ্রিলার সিনেমাটি নির্মাণ করছেন ফাইভ হানড্রেড ডেজ অব সামার, স্নো হোয়াইটখ্যাত পরিচালক মার্ক ওয়েব। সিনেমাটির শুটিং হচ্ছে স্পেনে। পরিচালক ওয়েব ভ্যারাইটিকে বলেন, ‘জনি ডেপ, পেনেলোপে ক্রুজদের মতো অসাধারণ জুটিকে নিয়ে শুটিং শুরু করতে পেরে আমি খুবই এক্সসাইটেড। সুন্দর একটি ইউনিট নিয়ে রোমাঞ্চে ভরপুর একটি গল্পের শুটিং করছি। এটা অসাধারণ মজার একটি গল্প হবে।’
২০১৬ সালে জনি ডেপের কাছ থেকে বিচ্ছেদ চেয়ে আবেদন করেন অ্যাম্বার হার্ড। এই ঘটনার জের ধরে অভিনয় থেকে দূরে ছিলেন জনি। দীর্ঘ প্রায় তিন বছর নতুন সিনেমায় নাম লেখাননি পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানখ্যাত তারকা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও