আজ
|| ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
লক্ষীপুর পৌরসভার ৩৪ টি নাগরিক সুবিধা অনলাইন উদ্বোধন
প্রকাশের তারিখঃ ১৬ এপ্রিল, ২০২৫
মোহাম্মদ কামাল উদ্দিন ,লক্ষ্মীপুর: নাগরিক সেবায় গতিশীলতা আনার জন্য লক্ষ্মীপুর পৌরসভার নাগরিকদের ৩৪টি সনদ অনলাইনকরণের উদ্বোধন করা হয়েছে। লক্ষ্মীপুর পৌরসভার আয়োজনে বুধবার (১৬ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজন করা হয়। স্থানীয় সরকারের উপ-পরিচালক ও লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
পৌরসভার নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটির সভাপতি জেডএম ফারুকী, লক্ষ্মীপুর সরকারী কলেজের অধ্যক্ষ মুহাম্মদ মঞ্জুরুর রহমন, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার কাজী আবদুল মমিন, পৌরসভার প্রকৌশলী মো. জুলফিকার হোসেন।
পৌরসভা সুত্রে জানা যায়, লক্ষ্মীপুর পৌরসভা থেকে বিতরনকৃত নাগরিক সনদ, উত্তরাধিকার সনদ, জাতীয়তা সনদ, প্রত্যয়ন পত্রসহ বিভিন্ন প্রকারের সনদ এখন পর্যন্ত অফলাইনে বিতরন করা হতো। এতে করে অনলাইন ভেরিফিকেশনের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হতো। নতুন এই সেবা ব্যবস্থার মাধ্যমে নাগরিক সনদ, ওয়ারিশ সনদ, একই নামের প্রত্যয়ন, বার্ষিক/মাসিক আয়ের প্রত্যয়ন, পারিবারিক সনদসহ ৩৪টি সনদ অনলাইনে বিতরণ করা হবে। এখন থেকে পৌরসভার যে কোন নাগরিক Lakshmipur.paurasheba.com এ প্রবেশ করে নির্দিষ্ট ফ্রী দিয়ে ৩৪টি সনদের যে কোনটির জন্য অবেদন করতে পারবেন।
মো. জসীম উদ্দিন বলেন, ‘লক্ষ্মীপুর পৌরসভা থেকে নিতরণকৃত বিভিন্ন প্রকারের সনদ এখন পর্যন্ত অফলাইনে বিতরন করা হতো। এতে করে অনলাইন ভেরিফিকেশনের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হতো। নতুন এই সেবা ব্যবস্থার মাধ্যমে যাবতীয় সনদ অনলাইনে ভেরিফিকেশন সম্ভব হবে।’ তিনি নাগরিক সেবা ত্বরান্বিত করার জন্য পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের বিশেষ নির্দেশনা দেন। রাজীব কুমার সরকার বলেন, ‘এই উদ্যেগের মাধ্যমে নাগরিক সেবার এক অনন্য উদাহরণ সৃষ্টি করলো লক্ষ্মীপুর পৌরসভা। আমরা আশা করি, এটির মাধ্যমে লক্ষ্মীপুর পৌরসভার নাগরিকরা তাদের প্রকৃত সেবা পাবে এবং এটি ক্রমান্বয়ে পুরো দেশে ছড়িয়ে পড়বে।’ পরে তাৎক্ষণিক অনলাইনের মাধ্যমে আনেদন করে জেলা প্রশাসকসহ অনন্য অতিথিদের হাত থেকে উপকারভোগীগণ সনদ নেন।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.