• মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দেবে: মির্জা আব্বাস আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় হবে: মাহফুজ আলম রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা :স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীতে ফ্যাসিবাদবিরোধী ‘মুক্তি তোরণ’ ও ‘স্বাধীনতা তোরণ’ শীত আসছে, চলতি মাসে একাধিক শৈত্যপ্রবাহের আভাস অতি ভারী বৃষ্টির আভাস, কৃষকদের বিশেষ সতর্কতা বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের ৭ম দিনের শুনানি চলছে ৪০টি যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য ছেড়ে দেয়ার প্রাথমিক সিদ্ধান্ত বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে হানাহানি, মধ্যরাতে বিএনপির চার নেতা বহিষ্কার

নৌকা নিয়ে গেল বিএসএফ, সুন্দরবনে গাছে রাত কাটালেন ৯ জেলে

প্রভাত রিপোর্ট / ১৬২ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

প্রভাত সংবাদদাতা, সাতক্ষীরা: সুন্দরবনের সীমান্তবর্তী নদী কালিন্দীর বাংলাদেশের অংশে মাছ ধরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তিনটি নৌকা নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় নৌকায় থাকা ৯ জেলেকে নদীর চরে নামিয়ে দিয়ে যায় বিএসএফ সদস্যরা। পরে সুন্দরবনের গহীনে গাছে উঠে রাত কাটিয়েছেন তারা।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ১০টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বকচরা সীমান্ত এলাকায়। জেলেরা বুধবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে একটি নৌকায় করে লোকালয়ে ফিরে আসেন। ভুক্তভোগী জেলেরা হলেনÑ শ্যামনগরের টেংরাখালী গ্রামের রমজান আলী গাজী (৩৭), শাহজাহান আলী গাজী (৪৫), শাহাদাৎ হোসেন গাজী (৪০), মো. আব্দুল গাজী (৪২), রহমান গাজী (৩৪), আনার গাজী (৪৫), পারশেমারির আতাউর মোল্যা (৪০), কৈখালীর নূর মোহম্মাদ (৬৫) ও মানিকপুর গ্রামের কেরামত গাজী (৬৫)।
জেলে রহমান গাজী বলেন, ১০ এপ্রিল কৈখালী স্টেশন থেকে বন বিভাগের অনুমতি (পাস) নিয়ে তারা ৩টি নৌকা ও জালসহ মাছ ধরতে সুন্দরবনে যান। মঙ্গলবার রাতে বকচরা সীমান্ত সংলগ্ন কালিন্দী নদীতে মাছ ধরার সময় ভারতের দক্ষিণ ২৪ পরগনার শমসেরনগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা স্পিডবোটে এসে তাদের জিজ্ঞাসাবাদ করে। কিন্তু ভাষা না বুঝতে পারায় একপর্যায়ে তাদের নৌকা থেকে নামিয়ে দেয় এবং ৩টি নৌকা নিয়ে চলে যায়। তিনি আরও বলেন, তখন তারা কৈখালী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য আব্দুল হামিদকে ফোনে বিষয়টি জানালে তিনি বলেন, রাত বেশি হয়ে গেছে, তারা কোনো গাছে আশ্রয় নিক। সকালে নৌকা পাঠালে যেন ফিরে আসে। পরে সকাল ৭টার দিকে ওই ইউপি সদস্যের পাঠানো নৌকায় তারা ফিরে আসেন এবং বিজিবি ক্যাম্পে জানানো হয়।
কৈখালী বিজিবি ক্যাম্পের সুবেদার আবু বক্কর বলেন, সীমান্তে মাছ ধরার সময় বিএসএফ জেলেদের থামতে বললে তারা ভয়ে নদীতে ঝাঁপ দিয়ে সুন্দরবনের গহীনে আশ্রয় নেয়। তবে সাতক্ষীরা-১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার রাজিব বলেন, আমাদের প্রাথমিক তথ্যে জানা গেছে, জেলেরা ভারতের সীমানায় প্রবেশের চেষ্টা করেছিল। তখন বিএসএফ তাদের ৩টি নৌকা আটকে দেয়। কোনো হামলা বা গুলির ঘটনা ঘটেনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও