আজ
|| ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৭ই মহর্রম, ১৪৪৭ হিজরি
উৎকণ্ঠা শেষে বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা
প্রকাশের তারিখঃ ১৯ এপ্রিল, ২০২৫
প্রভাত স্পোর্টস: নেট রান রেটে বাংলাদেশকে পেছনে বিশ্বকাপে যেতে ওয়েস্ট ইন্ডিজকে জিততে হতো ১০ কিংবা ১১ ওভারেই। থাইল্যান্ডের দেওয়া ১৬৭ রানের লক্ষ্য ১০ ওভারে ছোঁয়ার দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের। তবে স্কোর সমান হয়ে গেলে ছক্কা মেরে ১২ ওভারের মধ্যে ১৭২ রান করলেও বাংলাদেশকে টপকে যেতে পারত ক্যারিবীয় মেয়েরা। ওয়েস্ট ইন্ডিজ সেটি পারেনি। ১০.৫ ওভারে ১৬৮ রান করে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। তার ফলে নেট রান রেটে বাংলাদেশের পেছনেই থাকল ওয়েস্ট ইন্ডিজ। আর বাংলাদেশ উঠে গেল বিশ্বকাপে। বাংলাদেশের নেট রান রেট +০.৬৩৯, ওয়েস্ট ইন্ডিজ থেমেছে +০.৬২৬ নেট রান নিয়ে। কানের পাশ দিয়ে গুলি গেল নিগার সুলতানাদের, বলাই যায়।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.