আজ
|| ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
গাজায় গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ
প্রকাশের তারিখঃ ১৯ এপ্রিল, ২০২৫
প্রভাত সংবাদদাতা,গাইবান্ধা : স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চাই, গাজায় গণহত্যা বন্ধ কর, ইসরায়েলী জায়েনবাদ-মার্কিন সাম্প্রাজ্যবাদ ধ্বংস হোক নিপাত যাক, ভারতীয় আধিপত্যবাদ রুখে দাঁড়ান দাবিতে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ গাইবান্ধা জেলা শাখার ডাকে গানাসাস মার্কেটের সামনে শনিবার সকালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ গাইবান্ধা জেলা শাখার ডাকে জেলা সম্পাদক রেবতী বর্মণের সভাপতিত্বে বক্তব্য দেন বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা কমিটির সদস্য গোলাম মোস্তফা, সাব্বির রহমান, রফিকুল ইসলাম, আব্দুল্লাহ সরকার, সাইফুল ইসলাম, উত্তম বর্মন প্রমুখ।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.