আজ
|| ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
চ্যাম্পিয়নস লিগে নতুন সুখবর পেল স্পেন
প্রকাশের তারিখঃ ১৯ এপ্রিল, ২০২৫
প্রভাত স্পোর্টস: ইংলিশ প্রিমিয়ার লিগের মতো স্প্যানিশ লা লিগা থেকেও চ্যাম্পিয়নস লিগের আগামী মৌসুমে অংশ নেবে পাঁচ দল। ইউরোপিয়ান প্রতিযোগিতায় ক্লাবগুলোর পারফরম্যান্সের ভিত্তিতে চ্যাম্পিয়নস লিগে ওঠার জন্য অতিরিক্ত যে ফাঁকা জায়গা, সেখানে লা লিগা দ্বিতীয় স্থান অধিকার করার পর এটা নিশ্চিত হয়। চ্যাম্পিয়নস লিগের কাঠামো সংস্কার করে ৩৬ দলের আসরে উন্নীত করতে গত বছর ইউরোপিয়ান পারফরম্যান্স স্পট (ইপিএস) চালু করে উয়েফা। প্রিমিয়ার লিগের পর লা লিগাও এই ইপিএস পেয়ে যাওয়ায় পাঁচ দলের খেলা নিশ্চিত হলো। চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগে দলগুলোর পারফরম্যান্সের ভিত্তিতে দুটি লিগকে ইপিএস দেয়া হয়।
গত ৮ এপ্রিল চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে আর্সেনালের ৩–০ গোলে জয়ে উয়েফা কোএফিশিয়েন্ট র্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত হয়। ৩৬টি দলের পরিবর্ধিত কাঠামোর চ্যাম্পিয়নস লিগে র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা দুটি দেশের পাঁচটি করে ক্লাব পরবর্তী মৌসুমে খেলার সুযোগ পায়। গত বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগ থেকে লাৎসিওর বিদায় ও অ্যাথলেটিক বিলবাওয়ের জয়ের পর এই র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত হয় স্পেনের। চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে এই সুযোগ পেয়েছে ইতালি ও জার্মানি। ইতালি থেকে বোলোনিয়া সিরি ‘আ’তে পঞ্চম হয়েও খেলার সুযোগ পেয়েছে এবং জার্মানি থেকে বরুসিয়া ডর্টমুন্ড বুন্দেসলিগায় পঞ্চম হয়েও সুযোগ পেয়েছে খেলার। লা লিগার চলতি মৌসুমে পয়েন্ট টেবিলে শীর্ষ চার দলের সঙ্গে পঞ্চম দলের বেশ ব্যবধান। ৩১ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে চারে থাকা অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে ৬ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে পাঁচে ৩০ ম্যাচে ৫১ পয়েন্ট পাওয়া ভিয়ারিয়াল। পঞ্চম স্থানের জন্য ভিয়ারিয়ালের সঙ্গে লড়াই হবে রিয়াল বেতিসের। ৩১ ম্যাচে ৪৮ পয়েন্ট পেয়ে ছয়ে বেতিস। সমান ম্যাচে বেতিসের সঙ্গে ৫ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে সাতে সেল্তা ভিগো।
প্রিমিয়ার লিগে পঞ্চম স্থানের লড়াই সে তুলনায় বেশি কঠিন। ৩২ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে তৃতীয় নিউক্যাসল ইউনাইটেড, ৫৭ পয়েন্ট নিয়ে চারে নটিংহাম ফরেস্ট এবং ৫৫ পয়েন্ট নিয়ে পাঁচে ম্যানচেস্টার সিটি। ৫৪ পয়েন্ট নিয়ে ছয়ে চেলসি এবং তাদের সমান পয়েন্ট পেয়েও গোল ব্যবধানে পিছিয়ে সাতে অ্যাস্টন ভিলা।
লিগ টেবিলে শীর্ষ চারে থেকে আর্সেনালের (৩২ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয়) মৌসুম শেষ করা যেহেতু মোটামুটি নিশ্চিত, তাই প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নস লিগের আগামী মৌসুমে ছয় দলকেও দেখা যেতে পারে। টেবিলের শীর্ষ চার থেকে চারটি দল, ইপিএসের ভিত্তিতে একটি দল এবং এবার ইউরোপা লিগে ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা টটেনহাম হটস্পার যদি চ্যাম্পিয়ন হয়। ইউরোপের দ্বিতীয় স্তরের এ লিগে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ডের এ দুটি ক্লাব। উয়েফা কোএফিশিয়েন্ট র্যাঙ্কিংয়ের হিসাব করা হয় ক্লাবগুলোর পারফরম্যান্সের ভিত্তিতে। ইউরোপীয় প্রতিযোগিতায় প্রতিটি জয়ের জন্য ২ ও ড্রয়ের জন্য ১ পয়েন্ট যোগ হয়। চ্যাম্পিয়নস লিগের দলগুলোর জন্য বোনাস পয়েন্টও আছে। একটি দেশের সব কটি ক্লাবের পাওয়া পয়েন্ট যোগ করার পর ক্লাবের সংখ্যা দিয়ে ভাগ করে বের করা হয় কোএফিশিয়েন্ট পয়েন্ট।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.