আজ
|| ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
জুনে বিটিএস তারকা জিনের একক ফ্যান কনসার্ট ট্যুর
প্রকাশের তারিখঃ ১৯ এপ্রিল, ২০২৫
প্রভাত বিনোদন: অ্যালবামের পর এবার একক ‘ফ্যান কনসার্ট ট্যুর’ ঘোষণা করলেন বিটিএস তারকা জিন। আজ শুক্রবার ফ্যান কমিউনিটি প্ল্যাটফর্ম উইভার্সে তিনি জানান, জুন মাসের শেষভাগে ট্যুরে বের হবেন তিনি। আগামী ২৮ জুন দক্ষিণ কোরিয়ার গোয়াং স্পোর্টস কমপ্লেক্স অক্সিলারি স্টেডিয়াম থেকে ‘রান সিউক জিন ইপি ট্যুর’ শুরু করবেন। এরপর ডালাস, লন্ডন, আমস্টারডাম, ওসাকাসহ বিশ্বের ৯ শহরে ১৮টির মতো শো করবেন জিন। এর আগে ১৬ মে দ্বিতীয় একক অ্যালবাম ‘ইকো’ প্রকাশ করবেন জিন। প্রায় ছয় মাস পর কোনো অ্যালবাম নিয়ে আসছেন তিনি। ট্যুরে অ্যালবাম থেকে গান শোনাবেন জিন। গত বছরের ১৫ নভেম্বর প্রথম একক ইপি ‘হ্যাপি’ প্রকাশ করেন জিন। অ্যালবামের ‘রানিং ওয়াইল্ড’, ‘আই উইল বি দেয়ার’সহ বেশ কয়েকটি গান সাড়া ফেলেছিল। এর মধ্যে বিলবোর্ডের ‘ওয়ার্ল্ড ডিজিটাল সং সেলস’ তালিকায় জায়গা করে নিয়েছিল ‘আই উইল বি দেয়ার’। এর পাশাপাশি গানটি ‘গ্লোবাল ২০০’–সহ আরও দুটি তালিকায়ও রয়েছে।
৩২ বছর বয়সী জিনের পুরো নাম কিম সিওক জিন। তিনি গায়কের পাশাপাশি গীতিকার হিসেবেও পরিচিত। তিনি ‘মুন’, ‘টুনাইট’, ‘দ্য অ্যাস্ট্রোনাট’সহ বেশ কয়েকটি আলোচিত গানে কণ্ঠ দিয়েছেন। গানের পাশাপাশি দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকটি সংগীতবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করেছেন জিন। বিটিএসের প্রথম সদস্য হিসেবে গত বছরের জুন মাসে সামরিক প্রশিক্ষণ শেষ করে বাড়ি ফিরেছেন তিনি। গত বছরের জুলাইয়ে প্যারিস অলিম্পিকে মশাল বহন করেছেন জিন।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.