প্রভাত সংবাদদাতা, নালিতাবাড়ি : শেরপুরের নালিতাবাড়ীতে (বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড) বিটিসিএল অফিস থেকে ৮ লাখ টাকা মূল্যের ২৪টি ব্যাটারি চুরির ঘটনায় ১২টি ব্যাটারি উদ্ধার ও জড়িত ২ জনকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।
১৯ এপ্রিল দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠায় পুলিশ। এর আগে শুক্রবার রাতে পৌরশহরের দক্ষিণ বাজার ও নকলা পৌরশহরের মমেনাকান্দা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— পৌরশহরের তারাগঞ্জ দক্ষিণ বাজার এলাকার আব্দুর রউফের পুত্র আমির হামজা (৩০), নকলা শহরের মমেনাকান্দা এলাকার নূর ইসলামের পুত্র সাবেক কাউন্সিলর ইয়াদ আলী (৪২)।
পুলিশ জানায়, গত ১৬ এপ্রিল বুধবার রাতের কোনো এক সময় বিটিসিএল অফিস থেকে ২৪টি ব্যাটারি চুরি হয়। এদিন রাতে অফিসে কোনো নিরাপত্তা কর্মী বা কর্মচারী ছিল না। পর দিন সকালে অফিস কর্মচারীরা ব্যাটারি চুরি হয়েছে বলে দেখতে পায়। থানায় ডইরি করা হয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করে। পরে পুলিশ অনুসন্ধান করে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকা সন্দেহে আমির হামজাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদে বিটিসিএল অফিসের ব্যাটারি চুরি করে ৩৫ হাজার টাকায় বিক্রি করার কথা স্বীকার করে।
আমির হামজার দেওয়া তথ্যমতে নকলা পৌরশহরের মমেনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে ভাঙ্গরি ব্যবসায়ী ইয়াদ আলীর দোকান থেকে বিটিসিএল অফিসের চুরি হওয়া ১২টি ব্যাটারি উদ্ধার ও ইয়াদ আলীকে আটক করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, বিটিসিএল অফিসের চুরি হওয়া ১২টি ব্যাটারি উদ্ধার করা হয়েছে এবং জড়িত ২ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। চুরি হওয়া বাকি ব্যাটারিগুলো উদ্ধারে পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে।