আজ
|| ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
ফন ডাইক এখন বিশ্বের সবচেয়ে বেশি বেতনের ডিফেন্ডার
প্রকাশের তারিখঃ ১৯ এপ্রিল, ২০২৫
প্রভাত স্পোর্টস: বয়স ৩৩ পেরিয়ে গেছে। সাধারণত এই বয়সের ফুটবলারদের সঙ্গে চুক্তি নবায়ন করতে বেশ দর–কষাকষি করে ক্লাবগুলো। ভার্জিল ফন ডাইকের ক্ষেত্রে অবশ্য হয়েছে উল্টোটা। তাঁকে যেভাবেই হোক রেখে দিতে মরিয়া ছিল লিভারপুল। নেদারল্যান্ডসের এই ডিফেন্ডারও ভালোবাসার ক্লাব ছেড়ে যেতে চাননি। তবে তাঁকে রাখতে গিয়ে বড় অঙ্কের খরচা করতে হচ্ছে লিভারপুলকে। ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন ফন ডাইক। ব্রিটিশ একাধিক পত্রিকা জানাচ্ছে, চুক্তি নবায়নের পর সপ্তাহে চার লাখ পাউন্ড বেতন পাবেন ফন ডাইক। নতুন চুক্তির পর ফন ডাইক এখন শুধু লিভারপুলেরই নন, ইউরোপের সবচেয়ে বেশি বেতন পাওয়া ডিফেন্ডার। প্রশ্ন হচ্ছে, তিনিই কি বিশ্বে সবচেয়ে বেশি বেতনের ডিফেন্ডার? উত্তরটা হচ্ছে, না। সৌদি প্রো লিগের এত পেট্রো-ডলারের ছড়াছড়ি যে তাদের সঙ্গে বেতন-ভাতায় পাল্লা দেওয়া এখন ইউরোপের ক্লাবগুলোর জন্য কঠিন হয়ে গেছে।
সেই সৌদি লিগেরই ক্লাব আল-হিলালের ডিফেন্ডার কালিদু কুলিবালি সপ্তাহে বেতন পান ৫ লাখ ৫৩ হাজার ২২৫ পাউন্ড! ফন ডাইকের চেয়ে প্রায় দেড় লাখ পাউন্ড বেশি। চেলসি ও নাপোলির সাবেক এই ডিফেন্ডার ২০২৩ সালে জুনে যোগ দেন সৌদি আরবের এই ক্লাবে। কুলিবালি ও ফন ডাইকের পর ডিফেন্ডারদের মধ্যে বেতনের দিক থেকে তিন নম্বরে ম্যান সিটি ছেড়ে সৌদি ক্লাব আল-নাসরে যাওয়া আইমেরিক লাপোর্তে। তিনি পাচ্ছেন প্রতি সপ্তাহে ৩ লাখ ৯০ হাজার ৬২৭ পাউন্ড।
পাকিস্তানের কাছে আজ হারলেও যেভাবে বিশ্বকাপে যেতে পারে বাংলাদেশ
ইউরোপের ডিফেন্ডারদের মধ্যে ফন ডাইকের পরেই আছেন রিয়াল মাদ্রিদের ডেভিড আলাবা, পিএসজির আশরাফ হাকিমি ও লুকাস হার্নান্দেজ। এরপর দুই ইংলিশ ডিফেন্ডার-ম্যান সিটির জন স্টোনস ও চেলসির রিস জেমস। শীর্ষ দশে আরও আছেন আল-হিলালের জোয়াও ক্যানসেলো ও বায়ার্ন মিউনিখের আলফনসো ডেভিস।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.