• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন

মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্তির সুপারিশ

প্রভাত রিপোর্ট / ৬ বার
আপডেট : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

প্রভাত রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে নারীবিষয়ক সংস্কার কমিশন। সেখানে মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করার সুপারিশ করেছে কমিশন। শনিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভীন হকের নেতৃত্ব কমিশনের সদস্যরা তাদের প্রতিবেদন জমা দেন।
কমিশন তাদের সুপারিশে জানিয়েছে, সংবিধানে মৌলিক অধিকার হিসেবে খাদ্য বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মের স্বীকৃতি দেওয়া এবং এই অধিকারগুলো ক্রমান্বয়ে বাস্তবায়নের প্রতিশ্রুতিসহ বলবৎযোগ্য করা। বেঁচে থাকার অধিকার থেকে কাউকে বঞ্চিত না করা। অর্থাৎ মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও