আজ
|| ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
মেঘদলের নতুন গান ‘গোলাপের নাম’
প্রকাশের তারিখঃ ১৯ এপ্রিল, ২০২৫
প্রভাত বিনোদন: মেঘদলের নতুন গান ‘গোলাপের নাম’ প্রকাশ পেয়েছে। শুক্রবার রাত ৮টায় গানটির ভিডিও চিত্র প্রকাশিত হয়েছে ব্যান্ডটির ইউটিউব চ্যানেলে।
এটি মেঘদলের তৃতীয় অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র সপ্তম গান। গানটির কথা ও সুর শিবু কুমার শীলের। আর ভিডিও চিত্রের নির্দেশনা দিয়েছেন ব্যান্ডের সদস্য সৌরভ সরকার। এর আগে তিনি ‘মায়া সাইকেল’ গানের ভিডিও চিত্রেরও নির্দেশনা দিয়েছেন। গানটি নিয়ে মেঘদলের গিটারিস্ট রাশিদ শরীফ প্রথম আলোকে বলেন, ‘এটি একটি প্রেমের গান। এই গানের সঙ্গে আমাদের অনেক দিনের বসবাস, ২০১৭ সাল থেকে গানটির কাজ করছিলাম। তাই গানটির সঙ্গে আমাদের অনেক স্মৃতি। রাশিদ শরীফ জানান, ‘অ্যালুমিনিয়ামের ডানা’ অ্যালবামে মোট ১০টি গান থাকবে। বাকি তিনটি গান এ বছরই প্রকাশের পরিকল্পনা রয়েছে।
মেঘদলের বর্তমান সদস্য হিসেবে আছেন শিবু কুমার শীল (কথা, সুর, কণ্ঠ), মেজবাউর রহমান সুমন (কথা, সুর, কণ্ঠ), রাশিদ শরীফ শোয়েব (কণ্ঠ, গিটার), আমজাদ হোসেন (ড্রামস), এম জি কিবরিয়া (বেজ), তানভির দাউদ রনি (কি–বোর্ড), সৌরভ সরকার (বাঁশি, ক্ল্যারিওনেট, স্যাক্সোফোন)।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.