আজ
|| ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
আব্রাম খানের স্কুলের খরচ ২৫ লাখের বেশি
প্রকাশের তারিখঃ ২০ এপ্রিল, ২০২৫
প্রভাত বিনোদন : ছোট থেকেই বি-টাউনের প্রায় সকলের আদরে ও নজরে রয়েছে শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম খান। এই স্টারকিডকে আদর করে ডাকা হয় ‘মিনি শাহরুখ’ বলেও। তবে এখন লেখাপড়া নিয়েই ব্যস্ত সে। কিন্তু শাহরুখের ব্যক্তিগত জীবন নিয়ে তো ভক্তদের কৌতূহল কম নয়। তাই অনেকে জানতে চান, শাহরুখ খান তার আদরের ছেলের জন্য মাসে কত টাকা খরচ করেন। মুম্বাই ধীরুভাই অম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করছে আব্রাম। ওই স্কুলে মাসিক ফি প্রায় ১.৭ লক্ষ রুপি। ফলে বছরে শুধু স্কুলের খরচ বাবদ শাহরুখের খরচ পড়ে প্রায় ২৫ লাখের বেশি। তবে এখানেই শেষ নয়। আব্রামের গ্রুমিং, ফ্যাশন ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়েও খরচ হয় উল্লেখযোগ্য অঙ্কের অর্থ। ২০১৩ সালে জন্ম হয় আব্রামের। বোন সুহানার থেকে ১৩ বছরের ছোট সে। পরিবারে সবচেয়ে কনিষ্ঠ সদস্য হওয়ার কারণে স্বাভাবিকভাবেই সবার নজর তার দিকেই। মা গৌরী খান থেকে শুরু করে ভাই আরিয়ান কিংবা বোন সুহানা—আব্রামকে ঘিরে পরিবারের সবারই রয়েছে আলাদা স্নেহ। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও লাইমলাইট থেকে অনেকটাই দূরে এই স্টারকিড। পারিবারিক কোনো অনুষ্ঠান বা ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট—কোনও কিছুতেই এখন আব্রামকে জড়াতে দেন না শাহরুখ। শাহরুখ খানও একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, সন্তানদের লেখাপড়া ও ক্য়ারিয়ার নিয়ে তিনি বরাবরই অত্যন্ত সচেতন। আব্রামের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.