মো. রেজাউল করিম, ঠাকুরগাঁও : ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় দিনব্যাপী কৃষান কৃষাণী ও কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার,(২১ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ হল রুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, সিনিয়র মনিটরিং অফিসার পার্টনার প্রকল্প দিনাজপুর অঞ্চল, সঞ্জয় দেবনাথ, ঠাকুরগাঁও অতিরিক্ত উপ-পরিচালক উদ্ভিদ সংরক্ষণ ডিএই, আলাউদ্দীন শেখ, উপজেলা কৃষি অফিসার লায়লা আরজুমান বেগম, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নিহারঞ্জন রায়, কৃষি সম্প্রাসরণ অফিসার, ইসরাত জাহান লিমা, উপজেলা অর্গানাইজার মোফাজুল হকসহ আরোও অনেকে।
দিনব্যাপী প্রশিক্ষণে কৃষিতে উন্নত প্রযুক্তি ব্যবহার, মানসম্পন্ন উৎপাদন নিশ্চিত, কৃষকদের আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি, রপ্তানিযোগ্য ফসল উৎপাদন, নিরাপদ খাবার চাষ আবাদ, নতুন নতুন কৃষি উদ্যোক্তা তৈরি করার ধারাবাহিকতায় পীরগঞ্জ উপজেলার ১৫০ জন কৃষান কৃষাণী ও কৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।