• বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে আসন বাড়বে, কমবে বাগেরহাটে: ইসি আনোয়ারুল মেয়াদও বাড়লো: বিতর্কিত তিন নির্বাচন নিয়ে অভিযোগ পর্যালোচনায় কমিশন গঠন ১০টির বেশি সিম থাকলে ধাপে ধাপে বন্ধ করে দেবে বিটিআরসি জুলাই সনদকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়ার পক্ষে বিএনপি প্রস্তাব ঐকমত্য কমিশনের, সংসদ নির্বাচনে ৭ শতাংশ আসনে থাকবে নারী প্রার্থী সাইবার হামলার আশঙ্কা, সতর্কতা জারি করলো বাংলাদেশ ব্যাংক সরকার পরিচালনা করতে হলে নাগরিকদের কথা শুনতে হবে : তারেক রহমান আগস্ট মাস ঘিরে নানা অঘটন ঘটার আশঙ্কা, সতর্ক প্রশাসন দেশের চামড়া শিল্পের সঠিক মূল্যায়ন হয়নি: প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের ‘এক্সিট পলিসি’ চিন্তা করার সময় এসেছে : দেবপ্রিয় ভট্টাচার্য
খুনিদের গ্রেফতারের দাবি

ডেমরায় ছাত্রদলের বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ

প্রভাত রিপোর্ট / ২৩৯ বার
আপডেট : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

হাবিবুর রহমান,ডেমরা : প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় জড়িত খুনি ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর ডেমরায় বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেছে ডেমরা থানা ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে নানা স্লোগান দেয় তারা। বুধবার বিকালে ব্যস্ততম স্টাফ কোয়ার্টার এলাকায় ডেমরা-রামপুরা ও ডেমরা-যাত্রাবাড়ী এসব কর্মসূচি পালন করা হয়। এ সময় মিছিলটি স্টাফ কোয়ার্টার থেকে শুরু হয়ে ডেমরা চৌ-রাস্তা প্রদক্ষিণ করে ষ্টাফ কোয়াটার মার্কেটের সামনে এসে শেষ হয়৷ পরে প্রতিবাদ সমাবেশে খুনিদের দ্রুত গ্রেফতারসহ নিষিদ্ধ ছাত্রলীগের নানা অপকর্ম তুলে ধরে বক্তব্য দেন ছাত্র নেতারা।
এতে উপস্থিত ছিলেন ডেমরা থানা ছাত্রদলের সদস্য সচিব তৌফিকুর রহমান শাওন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান সাগর, যুগ্ম-আহ্বায়ক কাজী ফয়সাল আহমেদ মিথুন, ইঞ্জিনিয়ার তারিকুল ইসলাম তারেক, হানিফ মাসুদ রানা, মাহিব হাসান কাউসার, নাছিরউদ্দিন নাছির, ইউসুফ প্রধান,শহিদুল ইসলাম বাবু, কাউসার আহমেদ বিজয়, সদস্য আকবর খান, আল-আমিন ফয়সাল, সোহেল রানা, রফিকুল ইসলাম রাফি, শামিম হোসেন সহ ডেমরা থানা ছাত্রদল ও বিভিন্ন ওয়ার্ড ইউনিটের শত শত নেতাকর্মীরা।
ছাত্রদল নেতাকর্মীরা বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা দেশকে উশৃংখল রাখার জন্য গভীর ষড়যন্ত্র শুরু করেছে অনেক আগেই। আওয়ামী লীগের ক্ষমতাকালীন তারা চুরি-ডাকাতি, গুম-খুন, রাহাজানি, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলযজ্ঞ ও লুটপাট সহ নানা ধরনের অপরাধ করেছে তারা। বর্তমানে দেশের সার্বিক প্রেক্ষাপটকে অস্থিতিশীল করার লক্ষ্যে তারা খুন খুন করা শুরু করেছে। তাই ছাত্রদল নেতা পারভেজ হত্যার সঙ্গে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় না আনা হলে ছাত্রদল নেতারা আর ঘরে বসে থাকবে না।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও