আজ
|| ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
বাগেরহাটে হোটেল থেকে বিএনপির ১৮ নেতাকর্মী গ্রেফতার
প্রকাশের তারিখঃ ২৩ এপ্রিল, ২০২৫
প্রভাত সংবাদদাতা, বাগেরহাট : বাগেরহাটের একটি হোটেল থেকে বিএনপির ১৮ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ছয়টি হাতবোমা উদ্ধার করা হয়। মঙ্গলবার বিকালে সদর মডেল থানার এসআই গৌতম কুমার মণ্ডল তাদের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। সন্ধ্যায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার গভীর রাতে সদর উপজেলার খানজাহান (রহ.) মাজারের পাশের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সেনাবাহিনী।
গ্রেফতাররা হলেন- বাগেরহাট পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি মো. আবুল কাসেম সেলিম ভূঁইয়া, তার ছেলে মোস্তফা কামাল সাব্বির ভূঁইয়া, ছোট ভাই মো. আজিম ভূঁইয়া, মো. সাগর হাসান, তুফান হাওলাদার, মো. মনি হাওলাদার, মো. নাইম মোল্লা, আরিফ হাওলাদার, রাজু মোল্লা, শাকিব আহম্মেদ রাজ, মো. সাজিদ, নিমাই সরকার, সিরাজুল শেখ, মো. মাশুক, মো. মিলন শিকদার, রবিউল সরদার, মো. ইয়াসিন আরাফাত ও মো. শাহীন ওরফে অভি শেখ। তাদের বাড়ি বাগেরহাট পৌরসভার বিভিন্ন এলাকায় এবং বিএনপির নেতাকর্মী।
পুলিশ জানায়, বাগেরহাট পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি মো. আবুল কাসেম সেলিম ভূঁইয়া ও তার ছোট ভাই মো. আজিম ভূঁইয়া গত মার্চ মাসে যুবদল নেতা জসিম সরদারের ওপর হামলা মামলার আসামি।
সদর মডেল থানার ওসি মাহমুদ-উল-হাসান বলেন, ‘ছয়টি হাতবোমাসহ ১৮ জনকে গ্রেফতার করে সেনাবাহিনী পুলিশকে জানায়। পুলিশ গিয়ে তাদের হেফাজতে নেয়। বোমাগুলো পানিতে ভিজিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। গ্রেফতারকৃত সবাই বিএনপির নেতাকর্মী ও সমর্থক। তাদের কারাগারে পাঠানো হয়েছে।’
Copyright © 2025 প্রভাত. All rights reserved.