আজ
|| ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
রিলিজ হলো অহনার ভাঙ্গা সংসার
প্রকাশের তারিখঃ ২৩ এপ্রিল, ২০২৫
প্রভাত বিনোদন : ভার্সেটাইল অভিনেত্রী অহনা ভিন্ন ধাচের চরিত্রে অভিনয় করে খুব অল্প সময়ে দর্শকপ্রিয়তা পেয়েছেন। বর্তমানে কাজও করে বেছে বেছে। এবার তিনি হাজির হলেন একটি ভিন্নধর্মী নাটক ভাঙ্গা সংসার’ নিয়ে। এই নাটকে অহনা জুটি বেঁধেছেন রাশেদ সীমান্তের সঙ্গে। এই জুটির নাটক দর্শক বেশ পছন্দ করেন। সেই ধারাবাহিকতায় আবারও ‘ভাঙ্গা সংসার’ নাটকে একসঙ্গে হাজির হচ্ছেন তারা। এজি পাম্প নিবেদিত, জান্নাতার ফেরদৌস মিলার রচনা ও জিয়াউদ্দিন আলম এর পরিচালনায় ভাঙ্গা সংসার নাটকটি বুধবার (২৩ এপ্রিল) লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে রিলিজ হয়। নাটকটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম। এই নাটকে শ্বশুর বাড়ির সীমাহীন নির্যাতনের মুখে পড়তে হয় গৃহবধূ অহনাকে। এক নির্মম চিত্র নাটকটিতে তুলে ধরা হয়েছে।
নির্মাতা জিয়াউদ্দিন আলম বলেন, নাটকটিকে অহনা অসাধারণ অভিনয় করেছেন। তার অভিনয় দর্শকদের কাঁদাবে বলে আমি বিশ্বাস করি। মূলত গ্রামের পারিবারিক জীবনের নানা কষ্টের কথা এখানে তুলে ধরা হয়েছে। এই নাটকের উদ্দেশ্য সচেতনতা তৈরি করা। যদিও এখন মানুষ আগের চেয়ে সচেতন। তবুও সমাজে অনেক সময় আমরা নানা নির্যাতনের খবর পেয়ে থাকি। আশা করি, এটি একটি শিক্ষণীয় নাটক হবে। অন্যদিকে অহনা বলেন, এই নাটকটি ভিন্ন এক বার্তা দেবে। দর্শকদের দেখার আহ্বান জানাই। অনেক কষ্ট করে কাজটি করেছি, সবার কাজটি ভালো লাগবে বলে বিশ্বাস করি। বলা প্রয়োজন, ভাঙ্গা সংসার নাটকে অহনা রহমান, রাশেদ সিমান্ত ছাড়াও অভিনয় করেছেন নবাগত পারিসা জান্নাত, টুটিয়া ইয়াসমিন, মেহজাবিন নূর, নাসির উদ্দিন ভূইয়া, তুহিন খান, সেজতি খন্দকার প্রমুখ। উল্লেখ্য, এই নাটকে চিত্রগ্রহন করেছেন মোঃ সুজন, সম্পাদনা কালার করেছেন শামীম হোসাইন। সঙ্গীত পরিচালনা করেছেন শাহরিয়ার রাফাত।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.