আজ
|| ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
সিনেমার বাইরে আমাদের বাস্তব জীবন থাকে না : রণবীর কাপুর
প্রকাশের তারিখঃ ২৩ এপ্রিল, ২০২৫
প্রভাত বিনোদন : এক সময় বলিউডে ‘ক্যাসানোভা’ তকমা পেয়েছিলেন রণবীর কাপুর। ব্যক্তি জীবনে একাধিক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। অভিনয়ের পাশাপাশি বার বার প্রেমের সম্পর্কের কারণে শিরোনামে এসেছেন তিনি। যদিও রণবীর ২০২২ সালে অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তার মাস কয়েকের মধ্যে তাদের জীবনে আসে কন্যা রাহা। এখন স্ত্রী ও মেয়েকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আলিয়া যে ভারতীয় সিনেমার এক গুরুত্বপূর্ণ অভিনেত্রী, তা নিজেও মানেন রণবীর। বিয়ের অনেক বছর আগে এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, তিনি বিয়ে করতে চান কোনও অভিনেত্রীকে। তার নেপথ্যে ছিল কারণও দেখান তিনি।
২০১১ সালে ‘রকস্টার’ ছবির মুক্তির সময় দীপিকা পাড়ুকোনের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছিল। সেই সময় অভিনেতা জানান, বিয়ে করলে কোনো অভিনেত্রীকেই করবেন। তার কারণ হিসেবে রণবীর বলেন, ‘প্রেম যে কোনো সময় হতে পারে। কিন্তু আমার কোনও অভিনেত্রীর সঙ্গে বিয়ের সম্ভাবনাই বেশি। কারণ আমি যাদের সাথে দেখা করি এবং যোগাযোগ করি, সকলেই সিনেমার জগতের।’
তার কথায়, ‘সিনেমাই আমাদের জগৎ এবং অভিনেতা-অভিনেত্রীদের একে অপরের সঙ্গে বিয়ে করার এটাই অন্যতম প্রধান কারণ। সাধারণত, সিনেমার বাইরে আমাদের বাস্তব জীবন থাকে না।’
এদিকে রণবীর কাপুর, ভিকি কৌশল ও আলিয়া ভাটকে নিয়ে ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবি তৈরি করছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালি। ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ২০২৬ সালের ঈদে। কিন্তু এখন জানা যাচ্ছে, সেই সময় ছবি মুক্তি পাবে না। সেই একই সময়ে মুক্তি পাবে যশ অভিনীত ‘টক্সিক’। বক্সঅফিসের টক্কর এড়ানোর জন্যই কি ছবির মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে? ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের মার্চ মাসে আর মুক্তি পাবে না ‘লাভ অ্যান্ড ওয়ার’। ছবির শুটিং শুরু হয় যথা সময়ে। তবে জানা যাচ্ছে, মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সঞ্জয় লীলা বনশালি। ২০২৫ সালের নভেম্বরের মধ্যে ছবিটি তৈরি হয়ে যাওয়ার কথা ছিল। এখন জানা যাচ্ছে, ২০২৬-এর ফেব্রুয়ারির আগে তা কিছুতেই হবে না। ছবিটি মুক্তি পেতে পারে ২০২৬-এর মাঝামাঝিতে।
ছবি তৈরির ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। ছবিটি নিজের টাকায় তৈরি করছেন বনশালি। ডেডলাইনের আগেই যাতে ছবি তৈরির কাজ শেষ হয়, তা নিয়ে চিন্তিত ছিলেন তিনি। বাজেটের মধ্যে থেকে কাজ করতে চান বনশালি। লাভ অ্যান্ড ওয়ার’ একটি পিরিয়ড ফিল্ম। এই মুহূর্তে ফান্ড জোগাড়ে মন দিয়েছেন পরিচালক। দু’মাস পর শুরু হবে বাকি অংশের শুটিং। ২০২৬-এর মাঝামাঝি কোন তারিখে ছবি মুক্তি পাবে, সেটিও স্থির করতে হবে তাকেই।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.