আজ
|| ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
কক্সবাজার-মহেশখালী নৌপথে সি-ট্রাক উদ্বোধন
প্রকাশের তারিখঃ ২৪ এপ্রিল, ২০২৫
প্রভাত সংবাদদাতা,কক্সবাজার : কক্সবাজার-মহেশখালী নৌপথে সি-ট্রাক সার্ভিস চালু হয়েছে।এর মাধ্যমে সি-ট্রাক যুগে প্রবেশ করল কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা মহেশখালীবাসী। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে আনুষ্ঠানিকভাবে প্রথম সি-ট্রাক ছেড়ে যায় মহেশখালীর উদ্দেশ্যে। নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে চালু হওয়া এ সেবার উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। এর আগে গত শুক্রবার নৌরুটটিতে পরীক্ষামূলকভাবে সি-ট্রাক চালু করা হয়। স্থানীয়রা জানান, সি ট্রাকসেবা চালু হওয়ায় দ্বীপ উপজেলা মহেশখালীর মানুষের যাতায়াতের দুর্ভোগ কিছুটা লাঘব হবে।
বিআইডব্লিউটিএ কক্সবাজার (কস্তুরাঘাট) নদীবন্দরের সহকারী পরিচালক মো. খায়রুজ্জামান বলেন, বেলা সাড়ে ১১টার দিকে নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন অনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি সি-ট্রাকে করে মহেশখালীর উদ্দেশ্য রওনা করেন। আজ থেকে এই সি-ট্রাক নিয়মিত চলাচল করবে। এই নৌপথে ৪০ থেকে ৫০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। উদ্বোধনে বিশিষ্ট বুদ্ধিজীবী প্রফেসর ড.সলিমুল্লাহ খান উপস্থিত ছিলেন।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.