আজ
|| ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
গাইবান্ধা পৌরসভায় বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২৪ এপ্রিল, ২০২৫
নজরুল ইসলাম,গাইবান্ধা: গাইবান্ধা পৌরসভায় অবসরজনিত কর্মচারী বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (২৪ এপ্রিল দুপুরে) পৌরসভার সভাকক্ষে অফিস সহায়ক মোঃ সাজু মিয়ার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হানিফ সরদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌরসভার প্রশাসক এ.কে.এম হেদায়েতুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল হক, সহকারী প্রকৌশলী আ.ন.ম আসাদুজ্জামান, হিসাবরক্ষণ কর্মকর্তা বিপুল কুমার সাহা, প্রশাসনিক কর্মকর্তা অমিতাভ চক্রবর্তী রিন্ট, পৌর কর্মচারী সংসদের সভাপতি মোঃ আব্দুল আহাদ মিয়া, সাধারণ সম্পাদক মোঃ নূর হোসেন, স্বাস্থ্যসহকারী মাসুদুল হাসান, ভান্ডাররক্ষক মোঃ ফয়সাল আহম্মেদ, বিদায়ী কর্মচারী মোঃ সাজু মিয়া ও অস্থায়ী কর্মচারী মাহমুদা আক্তার বাবলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম। এসময় বিদায়ী কর্মচারীর হাতে প্রীতি উপহার ও সম্মাননা স্মারক তুলে প্রধান অতিথি পৌর প্রশাসক এ.কে.এম. হেদায়েতুল ইসলাম। প্রসঙ্গত,মোঃ সাজু মিয়া ১৯৯০ সালের ১৬ মে গাইবান্ধা পৌরসভায় চাকুরিতে যোগদান করেন। তিনি চলতি বছরের গত ২১ এপ্রিল অবসরোত্তর ছুটিতে গমন করেন।
এর আগে পৌরসভার প্রশাসক এ.কে.এম. হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে এপ্রিল ২০২৪ মাসের পৌর সহায়ক কমিটির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এরপরে পৌরসভার অবসরপ্রাপ্ত অপর কর্মচারী নলকুপ মিস্ত্রী লক্ষ্মীকান্ত বিশ্বাসের পাওনা আনুতোষিক তহবিলের ১৭ লাখ ৪৬ হাজার ৪৫৪ টাকার চেক তুলে দেন পৌর প্রশাসক।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.