আজ
|| ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই মহর্রম, ১৪৪৭ হিজরি
গাজাকে যেমন ইসরায়েল শেষ করেছে, আমরাও ওদের শেষ করব : শুভেন্দু
প্রকাশের তারিখঃ ২৪ এপ্রিল, ২০২৫
প্রভাত ডেস্ক: গাজাকে যেমন ইসরায়েল শেষ করেছে, আমরাও ওদের শেষ করব বলে হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ছেলের চোখের সামনেই ওর বাবাকে গুলি করে মারা হয়েছে। হিন্দু বলেই ওকে খুন করা হয়েছে। হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে! গাজাকে যেমন ইসরায়েল শেষ করেছে, আমরাও ওদের শেষ করব। নাম-নিশান মুছে দেব। কাশ্মির পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলায় নিহত কলকাতার বাসিন্দা বিতান অধিকারীর মরদেহ বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় কলকাতায় পৌঁছালে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সেখানে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে এসব কথা বলেন তিনি। এদিকে স্বামীর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন বিতানের স্ত্রী সোহিনী অধিকারী। কোলে সন্তান, আর গলায় শোকের ভার—তার অভিজ্ঞতা শুনে আবেগে ভেসে যান অনেকেই। নিহত বিতানের আড়াই বছরের ছেলেটি তার বাবার মর্মান্তিক পরিণতি প্রত্যক্ষ করে হতভম্ব হয়ে পড়ে। শিশুটিকে কোলে নিয়ে বিতানের স্ত্রীর কথা শোনেন শুভেন্দু। কান্নারত অবস্থায় বিতানের স্ত্রী বলেন, "ছেলের চোখের সামনেই ওর বাবাকে মেরেছে।" এর পরই ক্ষোভে ফেটে পড়েন বিরোধী দলীয় এই নেতা।
মঙ্গলবার (২২ এপ্রিল) পহেলগাঁওয়ে পর্যটকদের পরিচয় জানার পর তাদের ওপর নৃশংস হামলা চালায় জঙ্গিরা। এ ঘটনায় নিহত হন কলকাতার বাসিন্দা বিতান অধিকারী। জানা গেছে, বিতান অধিকারী কর্মসূত্রে ফ্লোরিডায় থাকতেন। ছুটিতে দেশে ফিরে স্ত্রী ও ছেলেকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন। বৃহস্পতিবার তাদের বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু আর ফেরা হলো না বিতানের।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.