আজ
|| ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
ঝিনাইদহে দেয়াল কেটে স্বর্ণের দোকানে চুরি
প্রকাশের তারিখঃ ২৪ এপ্রিল, ২০২৫
প্রভাত সংবাদদাতা, ঝিনাইদহ: মধ্যরাতে দোকানের দেওয়াল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে ঝিনাইদহের কালীগঞ্জে মধুগঞ্জ বাজারের বোস জুয়েলার্সে এ চুরি সংঘটিত হয়েছে। দোকান মালিক অলোক বোস জানান, গভীর রাতে দুর্বৃত্তরা দোকানের পেছনের দেওয়াল কেটে ভেতরে প্রবেশ করে। চোররা শরীরে পিপি, হ্যান্ডগ্লাভস ও মাস্ক পরিহিত ছিল। তারা সিন্দুকের তালা ভেঙে প্রায় ৬-৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা নিয়ে যায়। চোরেরা দোকানে ঢুকে প্রথমেই সিসি ক্যামেরা নিষ্ক্রিয় করে দেয়, যাতে তাদের শনাক্ত করা না যায়।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বাজার এলাকায় রাতে পর্যাপ্ত নিরাপত্তার অভাব থাকায় এমন চুরি আগেও ঘটেছে। তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। চোর চক্র মেডিকেল পিপি ও মাস্ক পরে দোকানে প্রবেশ করে। যাতে করে তাদের চেনা না যায়। চুরির ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এখনো অভিযোগ পাইনি। তবে ভিকটিম অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.