আজ
|| ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
ধীরে ধীরে এই দেশ মেধাশূন্য হয়ে পড়ছে : শবনম ফারিয়া
প্রকাশের তারিখঃ ২৬ এপ্রিল, ২০২৫
প্রভাত বিনোদন: সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতা ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে আইনি নোটিশ পাঠানো ঘটনায় বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। বিশেষ করে নোটিশে ডাক্তার জাহাঙ্গীর কবির ও ডাক্তার তাসনিম জারার নাম থাকার কারণে। এবার এ বিষয়ে মুখ খুলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। যেখানে তিনি উল্লেখ করেছেন যে, ‘ধীরে ধীরে এই দেশ মেধাশূন্য হয়ে পড়ছে।’
ইমরান অভিনীত ‘গ্রাউন্ড জিরো’তে উঠে এসেছে বিএসএফের সাহসিকতা
তিনি একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘অবশেষে সরকার যখন বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে বিবেচনা করার জন্য উদ্যোগী হচ্ছে, ঠিক তখনই আপনারা এমন একজন মেয়েকে আইনি নোটিশ পাঠাচ্ছেন যিনি এই বিষয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করছেন। তিনি (ডাক্তার তাসনিম জারা) এমন একজন যিনি আন্তর্জাতিক সুযোগ প্রত্যাখ্যান করে এই দেশের জন্য কাজ করতে এসেছেন। পাশাপাশি সচেতন এবং সুস্থ প্রজন্ম গড়ে তুলতে সাহায্য করার জন্য এসেছেন। আর আপনারা এভাবেই তার প্রতিদান দিচ্ছেন?’
ফারিয়ার ভাষ্যে, ‘আমাদের দেশের বেশিরভাগ মেধাবী মানুষ ইতোমধ্যেই দেশ ছেড়ে চলে গেছেন। ধীরে ধীরে এই দেশ মেধাশূন্য হয়ে পড়ছে। যে ক’জন ফিরে এসে পরিবর্তন আনার চেষ্টা করছেন, তাদের মুখ বন্ধ করার চেষ্টা বন্ধ করুন। তাদেরকে আপনাদের পরবর্তী উপহাসের পাত্র বানাবেন না।’
Copyright © 2025 প্রভাত. All rights reserved.