• রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন

পাথরঘাটায় ৯০ কেজি হরিণের মাংস জব্দ

প্রভাত রিপোর্ট / ৬৫ বার
আপডেট : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

তরিকুল ইসলাম,পাথরঘাটা: বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ডের অভিযানে ৯০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। এ সময় হরিণ শিকারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলারও জব্দ করা হয় কিন্তু অভিযানে কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড। আজ শনিবার বেলা দুইটায় কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
কোস্টগার্ড সূত্রে জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত অভিযান চালানো হয়। সাগর মোহনার হরিণঘাট এলাকায় একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলারে তল্লাশি চালিয়ে ৯০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা ব্যক্তিরা পালিয়ে যান। পরে জব্দ করা ট্রলারসহ মাংস পাথরঘাটা বন বিভাগে হস্তান্তর করা হয়।
পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘জব্দ করা ৯০ কেজি হরিণের মাংস আমাদের হেফাজতে রয়েছে। আজ আদালত বন্ধ থাকায় মাংস সংরক্ষণ করে রাখা হয়েছে। আগামীকাল রোববার আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম হারুন অর রশীদ বলেন, বনদস্যুতা ও বনজ সম্পদ রক্ষায় কোস্টগার্ড জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করছে। হরিণ শিকার ও পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য প্রায়ই পাথরঘাটায় হরিণ সহ সুন্দরবন থেকে চোরাইকৃত বিভিন্ন সম্পদ আইনশৃঙ্খলা বাহিনী হাতে ধরা পরে।সুন্দরবনে যথেষ্ট টহলের অভাবে অপরাধীর এসব করার সুযোগ পায় বলে জনমত প্রচলিত আছে


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও