• শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১০:০০ অপরাহ্ন

পেহেলগামে নারকীয় ঘটনা, পার্টি না করার সিদ্ধান্ত আরিয়ানের

প্রভাত রিপোর্ট / ৪ বার
আপডেট : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

প্রভাত বিনোদন: পেহেলগামে জঙ্গি হামলার ৭২ ঘণ্টা পার। ইতিমধ্যে ভারত ও পাকিস্তান দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক লড়াই শুরু হয়েছে। উত্তপ্ত গোটা দেশ। এর মাঝেই বড় সিদ্ধান্ত শাহরুখ-পুত্র আরিয়ান খানের। তাকে নিয়ে আলোচনার শেষ নেই। পরিচালক হিসাবে সদ্য কাজ শুরু করেছেন ইন্ডাস্ট্রিতে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, কলকাতায় ২৬ এপ্রিল একটি বড় পার্টির আয়োজন করেছিলেন তিনি। সে দিন শহরে কলকাতা নাইট রাইডারের ম্যাচ রয়েছে। টলি ও বলি পাড়ার তাবড় তাবড় নায়ক, নায়িকাদের নিয়ে পার্টির পরিকল্পনা ছিল তার। কিন্তু আপাতত সেই পরিকল্পনা স্থগিত করেছেন। পেহেলগামে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার জন্য পার্টি না করার সিদ্ধান্ত নিলেন আরিয়ান। এমনটাই জানানো হয়েছে তার টিমের পক্ষ থেকে।
প্রতিবেদনে আরও বলা হয়, অনেক অভিনেতা-অভিনেত্রীদের কাছে পৌঁছে গিয়েছিল আমন্ত্রণ পত্র। সেই তালিকায় ছিলেন- নুসরাত জাহান, ঐন্দ্রিলা সেন, রুক্মিণী মৈত্র, সম্পূর্ণা লাহিড়ী, সুস্মিতা চট্টোপাধ্যায়, তৃণা সাহার মতো অনেক নায়িকা। এই বিশেষ পার্টিতে উপস্থিত থাকার কথা ছিল আরিয়ান ছাড়াও বোন সুহানা খান-সহ তাদের বাকি বন্ধু বান্ধবদের।
উল্লেখ্য, কাশ্মিরের ভারত-শাসিত অঞ্চলে ১৯৮৯ সাল থেকে ভারতীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ চলছে। বহু কাশ্মিরি মুসলিম বিদ্রোহীদের সমর্থন করেন এবং তারা চায়, অঞ্চলটি হয় পাকিস্তানে যোগ দিক অথবা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করুক। ভারত দাবি করে থাকে, এটি পাকিস্তান-প্রভাবিত ‘সন্ত্রাসবাদ’। অন্যদিকে পাকিস্তান বলে- এটি একটি বৈধ স্বাধীনতাকামী আন্দোলন। দীর্ঘ সংঘাতে হাজার হাজার বেসামরিক নাগরিক, বিদ্রোহী এবং নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও