আজ
|| ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৮ই মহর্রম, ১৪৪৭ হিজরি
মেট্রোরেল চলাচল স্বাভাবিক
প্রকাশের তারিখঃ ২৬ এপ্রিল, ২০২৫
প্রভাত রিপোর্ট: প্রায় পৌনে ২ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে মেট্রোরেল চলাচল। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে মেট্রোরেল চালু হয়। এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে শনিবার (২৬ এপ্রিল) বিকেলে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
এমআরটি লাইন-৬ এর একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, পাওয়ার ট্রিপের কারণে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। তবে ঠিক কোথায় সমস্যা হয়েছে, তা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। সমস্যার সূত্র খুঁজে বের করতে কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিভিন্ন স্টেশন ঘুরে দেখা গেছে, নেটওয়ার্ক সমস্যার কারণে টিকিট কাউন্টারগুলো বন্ধ রয়েছে। স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছেন, যান্ত্রিক ও নেটওয়ার্ক সমস্যার কারণে ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। এ সময় সব যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে দেয়া হয়, ফলে যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.