আজ
|| ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৭ই মহর্রম, ১৪৪৭ হিজরি
লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে বল হাতে নজর কাড়ছেন দিগ্বেশ রাঠী
প্রকাশের তারিখঃ ২৬ এপ্রিল, ২০২৫
প্রভাত স্পোর্টস: লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে বল হাতে নজর কাড়ছেন দিগ্বেশ রাঠী। পারফরম্যান্সের সঙ্গে তার উদযাপনের ধরণও সবার নজর কেড়েছে। ‘নোটবুক’ উদযাপন এখন তার ট্রেডমার্ক হয়ে গেছে। এই উদযাপনের কারণে একাধিকবার শাস্তিও পেতে হয়েছে দিগ্বেশকে। পঞ্জাব কিংসের বিপক্ষে প্রিয়াংশু আর্চকে আউট করে প্রথম নোটবুক উদযাপন করেছিলেন দিগ্বেশ। এ নিয়ে এবার তিনি বলেছেন, উইকেট নেওয়ার পর উদযাপন করে আলোচনায় উঠে এসেছিলাম। আসলে আমি আর প্রিয়াংশু খুব ভালো বন্ধু। ম্যাচের আগেই আমাদের মধ্যে একটা সমঝোতা হয়েছিল। ও বলেছিল, আমার বলে বড় শট খেলে রান করতে পারলে নোটবুক উদযাপন করবে। আর ওকে আউট করতে পারলে আমি করব। আর কিছুই না। আমি নিজের নোটবুকে ওর নাম লিখেছিলাম শুধু।'
দিগ্বেশ জানিয়েছেন, ‘নোটবুক’ উদযাপন করে কাউকে হেয় করতে চাননি। যদিও তাকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) একাধিক বার শাস্তি দিয়েছে।
এ নিয়ে দিগ্বেশ বলেছেন, 'বিসিসিআইয়ের নিয়মের বিরুদ্ধে আমরা যেতে পারি না। তাই পরে আমি মাঠের উপর লিখতে শুরু করেছি।' আউট করার পর কী লেখেন ‘নোটবুকে’? জবাবে দিগ্বেশ বলেছেন, 'কী লিখি, বলতে পারব না। গোপনই থাক বিষয়টা।'
Copyright © 2025 প্রভাত. All rights reserved.