আজ
|| ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৭ই মহর্রম, ১৪৪৭ হিজরি
হঠাৎ ক্রিকেট থেকে বিরতিতে পাকিস্তানের সাবেক অধিনায়ক
প্রকাশের তারিখঃ ২৬ এপ্রিল, ২০২৫
প্রভাত স্পোর্টস: ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন নিদা দার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে নিজের এই সিদ্ধান্তের কথা জানান পাকিস্তান নারী দলের সাবেক এই অধিনায়ক।
ক্রিকেট থেকে বিরতি নেয়ার কারণ হিসেবে নিজের মানসিক স্বাস্থ্যের কথা উল্লেখ্য করেছেন নিদা। সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্সও যথেষ্ট ভালো নয়। এ ছাড়া ব্যক্তিগত কিছু সমস্যাও তাকে মোকাবেলা করতে হচ্ছে। তাই সবমিলিয়ে বিরতি নেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
নিদা লিখেছেন, ‘অত্যন্ত সতর্ককতার সঙ্গে চিন্তা করেই আমি সাময়িকভাবে ক্রিকেট থেকে বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যেন আমার মানসিক স্বাস্থ্য ও ভালো থাকাকে অগ্রাধিকার দিতে পারি। সাম্প্রতিক ব্যক্তিগত ও পেশাগত চ্যালেঞ্জগুলো আমার মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলেছে, তাই কিছু সময় নিজের দিকে মনোযোগ দেয়া প্রয়োজন। তবে আবারও কবে ক্রিকেটে ফিরবেন এই বিষয়ে কিছু জানাননি তিনি। নিদা লিখেন, ‘এই সময়ে আমার গোপনীয়তাকে সম্মান ও বোঝার জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আমি আমার প্রিয়জনদের সমর্থনের জন্য কৃতজ্ঞ এবং আমি মাঠে ফিরে আসার অপেক্ষায় আছি।’
পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা ক্রিকেটার নিদা। এ ছাড়া টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নেয়ার রেকর্ড রয়েছে তার নামের পাশে। এমনকি পাকিস্তানের হয়ে ওয়ানডেতে ১০০ উইকেট নেয়া চারজনের একজন এই স্পিন বোলিং অলরাউন্ডার।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.