আজ
|| ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
কলকাতায় নিজের নতুন ব্র্যান্ড চালু করলেন আরিয়ান খান
প্রকাশের তারিখঃ ২৭ এপ্রিল, ২০২৫
প্রভাত বিনোদন: নিজের ব্যাবসায়িক ব্র্যান্ডের নতুন পণ্য চালু করতে কলকাতায় আসেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। শনিবার (২৬ এপ্রিল) ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংসের খেলা ছিল। সেদিন কলকাতার আইটিসি সোনার বাংলায় অনুষ্ঠিত হয় একটি বিশেষ অনুষ্ঠান। এই আয়োজনে আরিয়ান খান চালু করেন নিজের নতুন ব্র্যান্ড।
জানা যায়, আইপিএলের খেলা দেখতে আগেও বহুবার ইডেনে তথা কলকাতায় আসেন আরিয়ান খান। তবে এবার তিনি আছেন নিজে ব্যাবসায়িক প্রচারে। বাবার মতো অভিনয়ে না এলেও বাবার মতোই পাকা ব্যবসায়ী ছেলে। বছরখানেক আগে দুবাইয়ে নিজস্ব পানীয়ের ব্র্যান্ড চালু করেছিলেন আরিয়ান খান। সেই অনুষ্ঠানে ছেলের পাশে দাঁড়িয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছিলেন শাহরুখ খান। এবার সেই ব্র্যান্ডের নতুন পণ্য চালু করেছেন তিনি। সেদিন আরিয়ানের সঙ্গে ছিলেন অনন্যা পান্ডে, সুহানা খান, সানায়া কাপুর ও প্রীতি জিনতা। কলকাতা নাইট রাইডার্স দলের কয়েকজন খেলোয়াড় বা কর্মকর্তাও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.