আজ
|| ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সিরাজদিখানে জরায়ু ও স্তন ক্যান্সার বিষয়ক ফ্রি ক্যাম্প
প্রকাশের তারিখঃ ২৮ এপ্রিল, ২০২৫
তাজুল ইসলাম, স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জ সিরাজদিখানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নারীদের জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার শনাক্তকরণে দিন ব্যাপী বিনামূল্যে ভায়া ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৮ এপ্রিল) সকাল ৯টা থেকে উপজেলার রাজানগর ভাড়ারিয়া কমিউনিটি ক্লিনিকে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।
এসময় ডা. প্রতিমা চক্রবর্তী, সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ দিনেশ চন্দ্র মন্ডল, কমিউনিটি ক্লিনিকের জমিদাতা ও সিরাজদিখান উপজেলা বিএনপির ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এম এ কাদীর, স্বাস্থ্য পরিদর্শক এন ইসলাম তালুকদার,সহকারী স্বাস্থ্য পরিদর্শক যশোদা রানী পাল, সহকারী স্বাস্থ্য পরিদর্শক শ্যামল পৈত, সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা চৌধুরী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক সবিতা রানী দাস, সিনিয়র স্টাফ নার্স কবিতা রানী শিকদার,চাদনী বেগম,সিএইচসিপি লুবনা আক্তার,সাথী সরকার,সংগীতা রায়,সুমাইয়া সুলতানা,মৌসুমী মন্ডল,হাসনা আক্তার,ভাড়ারিয়া ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মিন্টু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে ৩০ থেকে ৬০বছর বয়সী নারীরা উপজেলার ৭টি কমিউনিটি ক্লিনিকের প্রায় ২০০ জন নারী বিকাল পর্যন্ত জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার শনাক্তকরণে ফ্রি সেবা গ্রহণ করতে করেছেন।
চিকিৎসকরা জানান, সোমবার ২০০জন মহিলার জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসূচির মাধ্যমে বিনামূল্যে পরীক্ষা করা হয়। তবে এর মধ্যে ৪ জনের পজেটিভ রেজাল্ট ধরা পরেন। জরায়ু ও স্তন ক্যান্সার বড় ধরনের একটি ঘাতক ব্যাধি। প্রাথমিক ভাবে এ ক্যান্সার নির্ণয় করতে পারলে অধিকাংশ নারীর জীবন রক্ষা করা সম্ভব হবে বলেও জানান চিকিৎসকরা।
ক্যাপশন ১। সিরাজদিখান রাজানগর ভাড়ারিয়া কমিউনিটি ক্লিনিকে জরায়ু ও স্তন ক্যান্সার বিষয়ক ফ্রি ক্যাম্প।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.