আজ
|| ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
অভিনেতা সিদ্দিককে মারধর
প্রকাশের তারিখঃ ২৯ এপ্রিল, ২০২৫
প্রভাত রিপোর্ট: অভিনেতা সিদ্দিকুর রহমানকে মারধর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, ছিঁড়ে ফেলা হয়েছিল তার পোশাক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর কাকরাইল এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে। ওই ভিডিওতে এক যুবককে বলতে শোনা গেছে, থানায় নিয়ে যাওয়া হচ্ছে সিদ্দিককে। তবে কোন থানায় নেয়া হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, দুদক কার্যালয়ের সামনে থেকে লোকজন সিদ্দিককে ধরে। এরপর তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। সিদ্দিকের বিরুদ্ধে মামলা রয়েছে কি না যাচাই-বাছাই চলছে, মামলা থাকলে গ্রেপ্তার দেখানো হবে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.