আজ
|| ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই মহর্রম, ১৪৪৭ হিজরি
আমরা গণতান্ত্রিক রাষ্ট্র থেকে বঞ্চিত ছিলাম, আবার সুযোগ পেয়েছি:মির্জা ফখরুল
প্রকাশের তারিখঃ ৩০ এপ্রিল, ২০২৫
প্রভাত রিপোর্ট: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একাত্তরের স্বাধীনতা যুদ্ধের প্রধান লক্ষ্য ছিল সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করা। সবার মতামতের ভিত্তিতে যে রাষ্ট্র গড়ে ওঠে সেটাই গণতান্ত্রিক রাষ্ট্র। দুর্ভাগ্যজনকভাবে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র থেকে অনেক দিন বঞ্চিত ছিলাম। আমরা আবার সুযোগ পেয়েছি। আমাদের ছেলে-মেয়েরা বুকের তাজা রক্ত দিয়ে আমাদের নতুন বাংলাদেশ তৈরি করার সুযোগ করে দিয়েছে। যেখানে সত্যিকার অর্থে আমরা একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি। বুধবার (৩০ এপ্রিল) দুপুর দেড়টায় ঠাকুরগাঁও সেন্ট মাদার তেরেসা স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আজকাল গোটা পৃথিবী বিভক্ত হয়ে গেছে। হিংসা, প্রতিহিংসা, হানাহানি গোটা পৃথিবীময় চলছে। এটা থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হচ্ছে মানুষে মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করা, মানুষের মধ্যে প্রেম সৃষ্টি করা ও মানুষে মানুষের মধ্যে নতুন করে বেঁচে থাকার জন্য একটা নতুন সমাজ গড়ে তোলা। অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.