আজ
|| ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি
গুলশানে নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ
প্রকাশের তারিখঃ ৩০ এপ্রিল, ২০২৫
প্রভাত রিপোর্ট: সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের গুলশানে থাকা ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন বুধবার (৩০ এপ্রিল) এ আদেশ দেন। দুদকের তথ্য অনুযায়ী, নসরুল হামিদের গুলশানে ৩৭ দশমিক ৯৫ শতাংশ জমি রয়েছে। জমিটি হামিদ রিয়েল এস্টেট কনস্ট্রাকশন লিমিটেডের নামে নামজারি করা হয়েছে। আদালত শুনানি নিয়ে ওই জমি জব্দের আদেশ দিয়েছেন। এর আগে গত ২০ এপ্রিল নসরুল হামিদের তিনটি অ্যাপার্টমেন্ট ও একটি ফ্ল্যাট জব্দের আদেশ দেন আদালত। এ ছাড়া তাঁর তিনটি ল্যান্ড ক্রুজার গাড়িও জব্দ ও ৭০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত।এর আগে গত ২৭ জানুয়ারি নসরুল হামিদের ছেলে জারিফ হামিদের নামে থাকা একটি ফ্ল্যাট জব্দ এবং তার ১৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। জারিফের বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা দেন আদালত।
গত ১৬ জানুয়ারি নসরুল হামিদ ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে নসরুল হামিদ ক্ষমতার অপব্যবহার করে স্ত্রী সীমা হামিদের নামে জ্ঞাত আয়ের সঙ্গে ৬ কোটি ৯৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করেন।
এর আগে অবৈধ সম্পদ অর্জন এবং ৯৮টি ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে নসরুল হামিদের বিরুদ্ধে গত বছরের ২৬ ডিসেম্বর মামলা করে দুদক। এ ছাড়া জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাঁর স্ত্রী সীমা হামিদ ও ছেলে জারিফ হামিদের নামেও পৃথক মামলা করে সংস্থাটি। এসব মামলায় নসরুল হামিদকেও আসামি করা হয়।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.