আজ
|| ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই মহর্রম, ১৪৪৭ হিজরি
রাজধানীর বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, হতে পারে আরও কয়েক দিন
প্রকাশের তারিখঃ ৩০ এপ্রিল, ২০২৫
প্রভাত রিপোর্ট: রাজধানীর আকাশ সকাল থেকে পরিষ্কার ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের ঘনঘটা বাড়তে শুরু করে। দুপুর দেড়টা নাগাদ মতিঝিল, পল্টন, প্রেসক্লাব, গুলিস্তান, জিরো পয়েন্ট, টিকাটুলি, কাকরাইল, কমলাপুর, পুরান ঢাকার বংশাল, লক্ষ্মীবাজার, কোতোয়ালি এলাকায় বৃষ্টি শুরু হয়। প্রথম দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও পরে বাড়তে শুরু করে। আগামী কয়েকদিন রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে এমন থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার (৩০ এপ্রিল) এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপামাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.