আজ
|| ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি
পদ্মার দুই কাতলের দাম ৮২ হাজার
প্রকাশের তারিখঃ ৩ মে, ২০২৫
প্রভাত সংবাদদাতা, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২৮ ও সাড়ে ১৯ কেজি ওজনের দুটি কাতল মাছ। শনিবার (৩ মে) ভোরে নদীর মোহনায় জামাল প্রামাণিক ও টক্কু হলদারের জালে মাছ দুটি ধরা পড়ে। পরে জেলে জামাল প্রামাণিক মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার মমিন মণ্ডলের আড়তে আনলে সেখানে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২৮ কেজির কাতলটি ১৮০০ টাকা কেজি দরে মোট ৫০ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়। অন্যদিকে সাড়ে ১৯ কেজি ওজনের কাতলটি জেলে টক্কু হালদার রেজাউল মণ্ডলের আড়তে বিক্রি করতে আনলে সেটিও ১৬৫০ টাকা কেজি দরে ৩২ হাজার ১০০ টাকায় বিক্রি হয়। দুটি মাছই কেনেন চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা।
জানা গেছে, ভোরে জামাল ও টক্বু তাদের সহযোগী জেলেদের নিয়ে পৃথকভাবে পদ্মা নদীর মোহনায় মাছ ধরতে নামেন। সকালে জাল তুললে তারা মাছ দুটি পান।
মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, উন্মুক্ত নিলামে সকালে ২৮ ও সাড়ে ১৬ কেজি ওজনের দুটি বড় কাতল মাছ মোট ৮২ হাজার ৫০০ টাকায় কিনেছেন। এখন মাছ দুটি বিক্রির জন্য মুঠোফোনে দেশের বিভিন্নস্থানে যোগাযোগ করছেন। কেজিতে ১০০ টাকা লাভে বিক্রি করে দেবেন। আশা করছেন দুপুরের মধ্যে মাছ দুটি বিক্রি হয়ে যাবে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.